কুরবানির ঈদের নাটক নির্মাণে ভাটা

কুরবানির ঈদের নাটক নির্মাণে ভাটা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১১:০৮ 28 ভিউ
কুরবানি ঈদের আর বেশি দিন বাকি নেই। এ ঈদকে কেন্দ্র করেও শিল্পীদের ব্যস্ততা রয়েছে। নির্মিত হচ্ছে নতুন সব নাটক ও ওয়েবফিল্ম। তবে এবার ঈদ নাটক নিয়ে নেই তেমন আলোচনা। গত ঈদেও শতাধিক নাটক নির্মিত হয়েছিল। তবে সেগুলো সময় মতো প্রকাশ করতে হিমশিম খেতে হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর। কারণ, অতিরিক্ত বাজেটের নাটক নির্মাণ করেও স্পন্সর জটিলতায় সেগুলো অবশেষে আর প্রকাশ করেননি প্রযোজনা সংস্থা। এছাড়াও গত ঈদের তুলনায় আসন্ন কুরবানি ঈদে নাটক নির্মিত হয়েছে তুলনামূলক কম। যেগুলো নির্মিত হয়েছে সেগুলো নিয়েও নেই কোনো প্রচার-প্রচারণা। গত ঈদের উদাহরণ দিয়ে বলতে গেলে, সেসময়ও অনেক নাটক প্রচার হয়েছিল, কিন্তু আলোচনা ছিল না। কারণ, আলোচনায় ছিল ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো। সিনেমার ডামাঢোলে নাটকের আওয়াজ ছিল অনেকটাই ফিকে। এবারও তাই ঘটতে চলেছে। কুরবানির ঈদে মুক্তির মিছিলে রয়েছে প্রায় ডজনখানেক সিনেমা। বলা যায়, আলোচনার কেন্দ্রে এখন সিনেমা। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তী বিনোদন জগৎ অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। এরপর সেটি ধীরে ধীরে আবারও সতেজ হলেও, সম্প্রতি আওয়ামী ঘনিষ্ট শিল্পীদের উপর মামলা হামলার ঘটনায় শোবিজ অঙ্গনে আবারও একটি স্থবিরতা তৈরি হয়েছে। শুধু তাই নয়, বিনিয়োগকারীরাও পিছিয়ে যাচ্ছেন নাটক থেকে। শিল্পীরাও একটি আতঙ্কের মধ্যে রয়েছেন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। যার কারণে এবার নাটকে নির্মাণ অনেকাংশে কমেছে। অভিনয়শিল্পী ও নির্মাতা তারিক আনাম খান বলেন, ‘কিছুটা স্থবিরতা এসেছে এটি সত্য। কারণ বিনিয়োগ কারীর সংখ্যা কমে গেছে। শুধু যে নাটক নির্মাণ কমেছে এমনটাও নয়, আমি মনে করি বিনোদনের সব সেক্টরের কাজ কমে গেছে। এখনও কাজে স্থিতিশীল পরিবেশ আসেনি। তবে আশা করি সব ঠিক হয়ে যাবে। আমরা পজেটিভ চিন্তাটাই করতে চাই।’ এ প্রসঙ্গে এক নাট্যপ্রযোজক বলছেন, ‘গত কয়েকমাসে প্রায় ২০ ভাগ কাজ কমে গেছে। এটার বড় কারণ বাণিজ্যিক অবস্থার অবনতি। আমাদের ইউটিউব কনটেন্টে বিজ্ঞাপণের পরিমান কমে গেছে। এ কারণে অনেকেই নাটকে বিনিয়োগ করা থেকে পিছিয়ে যাচ্ছেন।’ একটা সময় ঈদ উৎসবে প্রায় পাঁচশোর অধিক নাটক নির্মিত হতো। এগুলোতে কাজ করতেন জনপ্রিয় সব শিল্পী। সেসব নাটক দেখতে দর্শকদের আগ্রহেরও কমতি ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে এখন নাটকে জায়গা করে নিয়েছেন নতুনরা। দর্শকপ্রিয়তা তাদেরও রয়েছে, তবুও নাটকে যেন নিখোঁজ সেই প্রাণ। ফলে কমছে টিভি নাটকের দর্শক। অনলাইন মাধ্যমে ভিউয়ের দৌঁড়ে নাটকগুলো এগিয়ে থাকলেও, মানের দিক বিবেচনায় পিছিয়ে পড়েছে। একটা সময় নাটকে পারিবারিক গল্পের প্রাধান্য থাকলেও, এখন প্রেম-ভালোবাসার গল্পে মোড়ানো বেশিরভাগ নাটক। বর্তমানে নাটকে ব্যস্ত সময় পার করছেন মোশাররফ করিম, জিয়াউল ফারুক অপূর্ব, মুশফিক ফারহান, তাসনিয়া ফারিণ, ফারহান আহমেদ জোভান, নিলয় আলমগীর, তৌসিফ মাহবুব, তানজিন তিশা, তানজিম সাইয়ারা তটিনী, কেয়া পায়েল, সাদিয়া আয়মান, অহনা, আরশ খান, খায়রুল বাসার, ইয়াশ রোহান, সামিরা খান মাহি, তানিয়া বৃষ্টি, যাহের আলভী, জান্নাতুল সুমাইয়া হিমি, নাজনীন নিহাসহ অনেকেই। গত বছরের ন্যায় এবারও এসব অভিনয়শিল্পীদের একাধিক নাটক প্রকাশ হবে। তবে তাদের নিয়েও রয়েছে সমালোচনা। অনেকের দাবি, এদের মধ্যে কেউ কেউ সিন্ডিকেট মেইনটেইন করে কাজ করেন। তাদের নির্ধারিত শিল্পীর বাইরে অন্যরা কাজের সুযোগ পান না। ফলে, ইচ্ছা থাকলেও নির্মাতা কিংবা প্রযোজকরা স্বাধীনভাবে শিল্পী নিয়ে কাজ করতে পারেন না। যদিও এই সিন্ডিকেটের বিষয়ে বর্তমান প্রজন্মের কোনো শিল্পীই মুখ খোলেননি। বরং তাদের মতে, নির্মাতারা চাইছেন বলেই তারা কাজ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা সিন্ডিকেট প্রসঙ্গে বলেন, ‘নাটক কমে যাওয়ার একটি অন্যতম কারণ এই সিন্ডিকেট। ধরুন, আমি জনপ্রিয় একজন নায়ককে নিলাম। এখন আমাকে সেই নায়কের পছন্দসই নায়িকা নিতে হবে। নাহলে সে কাজ করবে না। আমার ক্যামেরাম্যান বা ইউনিট নিতে গেলেও অনেক অভিনেতা অভিনেত্রী তাদের পছন্দের লোকজনদের নিতে বাধ্য করেন। এতে করে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি না। একটি চরিত্র যাকে চিন্তা করে ফুটিয়ে তুলতে চাই, তাকে নিয়ে কাজ করতে পারি না। এটা একটি বড় প্রতিবন্ধকতা। কারণ, ভাইরালের নামে একই মুখ দেখতে দেখতে দর্শকরাও ক্লান্ত বলে আমার কাছে মনে হয়।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার হলিউড সিনেমায় শাকিব খান! দেশ ছাড়ার আগে যা বললেন মাহিয়া মাহি ইসরাইলে কেন এতো ভারতীয়, কী করেন তারা ইসরাইলি হামলায় ইরানের ৫ হাসপাতাল ক্ষতিগ্রস্ত ভয়েস অব আমেরিকায় সর্বোচ্চ ছাঁটাই হানিমুনে গিয়ে স্ত্রী আটক, একাই ফিরলেন বর আমরা অত্যাচারিত হয়েছি কিন্তু হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি: রিজভী ভুয়া পরিচয়ে প্রেম, বিয়ে করতে এসে টিকটকার ধরা কাঁচামরিচের কেজি ১০ টাকা যশোর হাসপাতাল টয়লেটে প্রসূতির সন্তান প্রসব ‘আগামীকাল বাঁচব কিনা’ বলার ৩ ঘণ্টা পর যুবকের মৃত্যু মুক্তাগাছায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার আর্জেন্টিনার বোকাকে হারিয়ে দক্ষিণ আমেরিকার দাপট থামাল বায়ার্ন এবার ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো হারিয়ে দিল ইউরোপের চেলসিকেও ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি অবশেষে মুক্তি পেলেন ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিল অর্থ পাচারে রাজনীতিক আমলা ব্যবসায়ী নির্বাচনি বছরে বাড়ে টাকা পাচার গাজায় ইসরাইলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১ বিতর্কিত তিন জাতীয় নির্বাচনের নেপথ্যে ছিলেন যে ৩ সিইসি