কারো জন্ম সনদ থাকলে পাসপোর্ট পেতে তার বাধা থাকা উচিত না

কারো জন্ম সনদ থাকলে পাসপোর্ট পেতে তার বাধা থাকা উচিত না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৪ 8 ভিউ
বাংলাদেশে পাসপোর্ট করাতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এর ভালো-মন্দ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুক্টিং এজেন্সির (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী। তিনি বলেন, আমাদের কাছে এটার দুটো দিক আছে। একটা হলো, পাসপোর্ট হওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ায় আমাদের হয়ত কর্মী সিলেকশন হয়ে গেছে, কিন্তু সময়মতো তাকে পাঠাতে পারি না। পাসপোর্ট হলো অধিকার। কারো জন্ম সনদ থাকলে পাসপোর্ট পেতে তার বাধা থাকা উচিত না। পুলিশ ভেরিফিকেশন কেন হয়? সে কোনো অপরাধের সঙ্গে জড়িত কিনা- এইটা আরেকটা দিক রাষ্ট্র যেটা বিবেচনা করছে, তার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ থাকে তার জন্য থানা আছে, পুলিশ আছে, আইন আছে। এর জন্য তাকে শাস্তি পেতে হবে। আমার যেমন জন্ম সনদ পাওয়ার অধিকার আছে, তেমনি পাসপোর্ট পাওয়ারও অধিকার আছে। পাসপোর্ট পাওয়ার অর্থ এই নয় যে, আমি আইনের ঊর্ধ্বে উঠে গেছি। আইন তার নিজস্ব গতিতে চলবে। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে, তাহলে এই সিদ্ধান্তের ফলে আমার বাইরে যাওয়াটা আরো সুন্দর হবে। আমাদের দেশ থেকে কর্মী যাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত সময় বেশি লাগে। এর মধ্যে পাসপোর্টও একটা কারণ। এই সিদ্ধান্তের ফলে নাগরিক অধিকার আরো প্রতিষ্ঠিত হবে। জনসম্পদ রপ্তানিতে এটা কি ইতিবাচক ভূমিকা অবশ্যই রাখবে জানিয়ে তিনি বলেন, সংকট কেন বাড়বে? যে বাইরে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত, তার সিলেকশন হয়ে গেছে, তাকে তখন পাসপোর্টের জন্য দৌড়ঝাঁপ করতে হবে না। দালালের কাছেও যেতে হবে না, ডাবল ফি দিয়ে দ্রুত পাসপোর্ট পাওয়ার চেষ্টাও করতে হবে না। এতে তার হয়রানি অনেক কমে গেল। মূল কথা হলো, তার সময় অনেক বেঁচে গেল। আমার মনে হয়, জনশক্তি রপ্তানি খাতে এটা একটা ইতিবাচক দিক হবে। অনেক দেশই তো পুলিশ ভেরিফিকেশন ছাড়া লোক চায় না। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ছাড়া লোক নেবে না- এমন কোনো দেশ এখন পর্যন্ত আমাদেরকে বলেনি দাবি করে বায়রা মহাসচিব বলেন, সৌদি আরবের ক্ষেত্রে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন হলেও আলাদা করে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট তাদের দিতে হতো। ফলে এই রিপোর্টের সঙ্গে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকা না থাকাতে কোনো কিছু যায় আসে না। অন্য কোনো দেশে এই ভেরিফিকেশনের গুরুত্ব নেই। তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো পাসপোর্ট। পাসপোর্ট শুধু প্রমাণ করে আমি বাংলাদেশের নাগরিক। আমি অপরাধী কিনা সেটা তো পাসপোর্ট প্রমাণ করে না। রোহিঙ্গাদের পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গারা অবৈধ প্রক্রিয়ায় জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছে। এখন তারা যদি জন্মসনদ বা এনআইডি সংগ্রহ করতে পারে, তাহলে ওই একই প্রক্রিয়ায় তারা পাসপোর্টও সংগ্রহ করতে পারবে। আমাদের কর্তৃপক্ষ যদি এ ব্যাপারে কঠোর নজরদারি করে, তাহলে তো তারা এনআইডি কার্ডও সংগ্রহ করতে পারবে না। স্থানীয় জনপ্রতিনিধিরা যদি সতর্ক থাকেন, তাহলে তো তারা এগুলো পাবে না। এখানে কে কিভাবে সংগ্রহ করলো এটা বড় কথা নয়, বড় কথা হলো আমাদের যে শুরুতে জন্মসনদ দেওয়া হয়, সেখানে নজরদারিটা ভালোভাবে করতে হবে। এনআইডিতে তীক্ষ্ণ নজরদারি থাকলে তো কোনো অসুবিধা নেই।  আলী হায়দার চৌধুরী মনে করেন, নাগরিকের পাসপোর্ট পাওয়া অধিকার। সরকার ইতিবাচকভাবে চিন্তা করছে। আজকে পাসপোর্ট পাওয়ার পর কাল যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ব না, সেটার তো কোন নিশ্চয়তা নেই। অপরাধ যে কোনো সময় যে কেউ করতে পারে। পাসপোর্ট কিন্তু কোনোভাবেই নিশ্চয়তা দিচ্ছে না যে, আমি অপরাধী না। অপরাধ করলে সেটার বিচার আইন অনুযায়ী হবে। এর সঙ্গে পাসপোর্টের তো কোনো সম্পর্ক নেই। পাসপোর্ট থাকার পরও সরকার চাইলে যে কারো বিদেশে যাওয়ার পথ বন্ধ করে দিতে পারে। ইমিগ্রেশন অথরিটিকে বললেই হলো। তার কাছে গ্রিন পাসপোর্ট থাকুক আর লাল পাসপোর্ট থাকুক, কোনো অপরাধ করলে তিনি তো বাইরে যেতে পারবেন না। তার মতে, অনেকগুলো ধাপের মধ্যে এটা একটা ধাপ পাসপোর্ট। বিদেশ যেতে আগ্রহীদের ক্ষেত্রে এক ধাপ সহজ হলো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লুঙ্গি পরে হাজির বুবলি আপত্তিকর মন্তব্যকারীর স্ক্রিনশট পোস্ট করে যা বললেন শবনম ফারিয়া ৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন রণতরী এবং অন্যান্য জাহাজের ওপর গোলাবর্ষণ হুথিদের নতুন বাংলাদেশ গড়ার মডেল তুলে ধরে দোয়া চাইলেন জুনায়েদ জাতীয় নির্বাচন এবং বর্তমান সরকারের সংস্কারের বিষয়টিকে আমরা পর্যবেক্ষণ করছি :সেলিমা রহমান হাতিয়ার কুখ্যাত ডাকাত ফখরুল ইসলাম এর প্রধান সহযোগী নাসির উদ্দিন আটক সরকারি শিশু পরিবারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ফটিকছড়িতে যুবদলের এক কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ জামালগঞ্জে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার নগরকান্দা উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা গাজার প্রধানমন্ত্রী ইসাম দা’আলিস ইসরাইলি বোমা হামলায় নিহত হামজাকে নিয়ে সাক্ষাৎকারে কাজী সালাউদ্দিন হামজাকে নিয়ে দীর্ঘ পোস্ট মাশরাফির প্রকাশ পাচ্ছে ইউনাইটেড গ্রুপের কেলেঙ্কারি খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গণপিটুনি দিয়েছে স্থানীয়ার আওয়ামী সিন্ডিকেট এখনো নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ৩০ দিনের জন্য হামলা বন্ধ করতে সম্মত হয়েছেন রাশিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ ইউসিবি পার্টনার হিসাবে র‌্যাংকিংয়ে উন্নতি চায়