কান’র টানে জেনিফার লরেন্স

কান’র টানে জেনিফার লরেন্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ১০:৪১ 31 ভিউ
এবারের কান উৎসবে কী নিয়ে আলোচনায় আসবেন স্পষ্টভাষী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। ‘কান চলচ্চিত্র উৎসব’ মানেই যেন বিতর্ক আর আলোচনা-সমালোচনার ঝড়। অভিনেতা-অভিনেত্রীদের পোশাক থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড নিয়ে চলে চুলচেরা বিচার বিশ্লেষণ আর চর্চা। অস্কারজয়ী অভিনেত্রী ২০২৩ সালে অনুষ্ঠিত ৭৬তম কান উৎসবের লালগালিচায় হাজির হয়েছিলেন অদ্ভুত পোশাকে। চলচ্চিত্র উৎসবের বিশেষ মঞ্চে ওঠার আগে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েছিলেন অন্যরকম জেনিফার লরেন্স। যা কখনো আগে দেখেনি তার ভক্তরা। ‘হাঙ্গার গেম্স’খ্যাত এ অভিনেত্রীর পায়ে চপ্পল দেখে চোখ কপালে ওঠে আগত অতিথিদের। পরনে ছিল লাল গাউন। এ নিয়ে নেটপাড়ায় জট লেগে গিয়েছিল ভক্তদের মন্তব্য আর প্রতিক্রিয়ায়। সেবার জাস্টিন ট্রিট পরিচালিত ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার প্রিমিয়ারে যোগ দিতে গিয়েছিলেন অস্কার ও বাফটাজয়ী এ অভিনেত্রী। সে উৎসবে দেখানো হয়ছিল তালেবানি শাসনের পুনরুত্থানের পর তিন নারীর জীবনের বাঁকবদল নিয়ে নির্মিত জেনিফার লরেন্স অভিনীত ও প্রযোজিত তথ্যচিত্র ‘ব্রেড অ্যান্ড রোজ’। যদিও সে বছরের জুনে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা জেনি স্টুপনিতস্কি পরিচালিত ‘নো হার্ড ফিলিংস’। ভালো ব্যবসা করেছিল সিনেমাটি। কিন্তু এবার এ উৎসবে কেন যোগ দিচ্ছেন ‘সিলভার লাইনিংস প্লেবুক’, ‘এক্স-মেন’ সিরিজসহ বহু দর্শকপ্রিয় সিনেমার বিশ্বখ্যাত এ অভিনেত্রী! আরও পড়ুন: বলিউডের ভিত্তি গড়ে তোলা এসব তারকার জন্মও পাকিস্তানে স্কটিশ পরিচালক লেন রামসি নির্মিত ‘ডাই, মাই লাভ’ সিনেমাটির প্রিমিয়ার হবে এবারের কান উৎসবে। এ সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জেনিফার লরেন্স। গ্রামীণ এক নারীর প্রেম-পাগলামী নিয়ে নির্মিত এ সিনেমা নিয়ে এরইমধ্যে তার ভক্তদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল। এ সিনেমায় তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রবার্ট পেটিনসন। আর অন্যরকম প্রেমিকের ভ‚মিকায় রয়েছেন আরেক জাঁদরেল অভিনেতা ল্যাকিথ স্ট্যানফিল্ড। এতে আরো অভিনয় করেছেন- সিসি স্পেইসেক, নিক নোট্ল, মার্কাস দেল রোজা প্রমুখ। এ সিনেমার অন্যতম প্রযোজকও জেনিফার লরেন্স। সম্প্রতি একটি স্মৃতিচারণ নিয়ে হলিউডে আলোচনার তুঙ্গে উঠেছেন হলিউডের অন্যতম জনপ্রিয় এ অভিনেত্রী। অ্যান্ডি কোহেনের জনপ্রিয় এক টকমো ‘ওয়াজ হোয়াট হ্যাপেন্স লাইভ’এ হাজির হয়ে তিনি প্রকাশ করেছেন এক অপ্রত্যাশিত স্বীকারোক্তি। ৩৪ বছর বয়সী এ তারকা অভিনীত ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাদার’-এ অভিনয় করার সময় তিনি নাকি সিনেমার কাহিনী পুরোটা জানতেন না। অনুষ্ঠানের সঞ্চালক কোহেনের কৌশলী প্রশ্ন ছিল, ‘আপনি মাদার সিনেমার গল্প কতটুকু বোঝার ক্ষেত্রে নিজেকে দশের মধ্যে কত নম্বর দেবেন?’ উত্তরে সরল সত্য স্বীকার জেনিফার জানালেন, ‘আসলে এ বিষয়ে আমাকে সত্যটাই বলতে হবে। আমি তখন পরিচালক ড্যারেন অ্যারোনোফস্কির সঙ্গে ডেট করছিলাম। সে কারণে গল্পটা সম্পর্কে আমার জানার কিছুটা ঘাটতি ছিল। নিজেকে আমি চার থেকে পাঁচ নম্বর দেবো।’ মূলত ‘মাদার’ সিনেমাটি মনস্তাত্ত্বিক ভৌতিক ঘরানার এক গল্প নিয়ে শান্ত স্বভাবের এক গৃহিণীকে তুলে ধরেছেন পরিচালক। গল্পের ধারাবাহিকতায় ওই গৃহিনীর বাড়িতে হঠাৎ একদল অপ্রত্যাশিত অতিথির আগমণ ঘটলে ওলটপালট হয়ে যায় নারীর জীবন। এ চমৎকার চরিত্রটি করে দারুণ তৃপ্ত করেছে বলেও জানিয়েছেন লরেন্স। উল্লেখ্য, ‘ডাই, মাই লাভ’-ই আপাতত জেনিফার লরেন্সের ক্যারিয়ারের সর্বশেষ সিনেমা। ২০০৮ সালে জেসন ফ্রিল্যান্ড পরিচালিত ‘গার্ডেন পার্টি’ সিনেমার ছোট্ট একটি চরিত্রের মাধ্যমে হলিউডে অভিষিক্ত এ অভিনেত্রীর তার হাতে আর কোনো নতুন সিনেমা নেই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক আমানতের অর্থে ঋণের জামানত রাখা যাবে মৌলভীবাজারের চার সীমান্ত দিয়ে ৮৩ জনকে পুশইন তুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি তিন দিনে হাজার ছাড়াল ডেঙ্গুরোগী ভর্তি ৮২ প্রকৌশলী নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন, রুল ৬৫ চিকিৎসক নিয়োগ ‘রাতের ভোটে’র মতোই সঞ্চয়পত্র থেকে মুখ সরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা গাজায় হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরাইল গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮ থানায় হামলা চালিয়ে ২ আসামি ছিনতাই-ভাঙচুর, পুলিশসহ আহত ২০ পশ্চিম তীরকে দখল করতে নেতানিয়াহুকে ১৪ ইসরাইলি মন্ত্রীর চিঠি দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের দাবি প্রত্যাখ্যান ভারতের হামাসের ‘চিহ্ন’ রাখতে চান না নেতানিয়াহু এবার আইনের ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, লোমহর্ষক বর্ণনা সৌদিতে বসছে মার্কিন ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তিন দশক ধরে চলা ‘মিশন ইমপসিবল’ সিরিজের শেষ পর্বে কী থাকছে? আমির খানের বিয়ে ভেঙে দেন পাকিস্তানি ক্রিকেটার! ইসরাইলের নিয়ন্ত্রণে গাজা উপত্যকার ৮৫ শতাংশ এলাকা: জাতিসংঘ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্সের শিক্ষকদের জন্য সুখবর