উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:১১ 18 ভিউ
নেত্রকোনার মদন উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। পৌর ভবনের সামনে থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। যুবলীগ সভাপতি সানোয়ার বিস্ফোরক আইনের মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন। জানা যায়, গত ২০২৪ সালের ১৮ জুলাই মদন বাজার ব্রিজ এলাকায় সরকারি কলেজ থেকে উপজেলার খাদ্যগুদামের দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় সাবেক এমপি সাজ্জাদুল হাসান তার মোবাইল ফোনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাত্র-জনতাকে প্রতিহত করার নির্দেশ দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী নেতারা ও নিষিদ্ধ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদের ওপর ককটেল নিক্ষেপ এবং গুলি ছুঁড়ে। এছাড়া দেশীয় অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে মেহেদি হাসান নবাবসহ ৫০ থেকে ৬০ ছাত্র-জনতা আহত হন। এর প্রেক্ষিতে মেহেদি সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে ২৩ মে মদন থানায় ৬৮ জনের নাম উল্লেখ ও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক আইনে মামলা করে। এ মামলার এজাহারনামীয় আসামি ছিল যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ার। মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে চোখ হারানো চানগাঁও ইউনিয়নের ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদি হাসান বিস্ফোরক আইনে মামলা করেন। সেই মামলায় নিজ বাসার সামনে থেকে যুবলীগ সভাপতি সানোয়ারকে গ্রেফতার করা হয়েছে। তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ ছক্কায় যুক্তরাষ্ট্রে ম্যাক্সওয়েলের ‘তাণ্ডব’ সব ছেড়ে আধ্যাত্মিকতায় জ্যাকুলিন, কে দেখালেন আলোর দিশা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কোন কাজটি করেন আমির ‘হুঁশিয়ারির সময় শেষ, এবার শাস্তির পালা’: ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি নেতানিয়াহুকে চুরি হয়ে যাচ্ছে নতুন ভবনের মালামাল সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু বিদেশে গেল না আম, হতাশ ব্যবসায়ীরা ভিন্নমত প্রকাশকে ‘নিরাপত্তা হুমকি’ দেখত হাসিনার সরকার সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া ইসরাইলের আকাশসীমা দখলে নেওয়ার দাবি ইরানের এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক? শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে প্রথম দিনটা বাংলাদেশের ধ্বংসযজ্ঞে অনড় ইরান-ইসরায়েল তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ঘাটতি বাজেটের অর্থায়নই প্রধান সমস্যা ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা শপথ ছাড়াই ‘নির্দেশনা’ দিচ্ছেন ইশরাক, সরকার নীরব তেহরান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার উদ্যোগ ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার