আটক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে বন্ধু ছাত্রদল নেতার গুলি, যুবদল কর্মী নিহত

আটক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে বন্ধু ছাত্রদল নেতার গুলি, যুবদল কর্মী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১০:৪৮ 61 ভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মবের হাতে আটক ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে গুলিবর্ষণের ঘটনায় মামুন হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। যুবদল কর্মী মামুন হোসেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের ছোট ভাই। তিনি পেশায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী। জানা গেছে, যুবদল, গুপ্ত সংগঠন শিবির, তাদের লেজুড় এনসিপি ও বৈছা কর্মীরা মব সৃষ্টির মাধ্যমে ভুলতা ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটক করে নির্মম নির্যাতন করে পা ভেঙে দেয় পুলিশের উপস্থিতিতে। খবর পেয়ে আটক খোকাকে ছাড়িয়ে নিতে তার বন্ধু ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম বাবু গুলি ছোড়েন। সেই গুলিতে নিহত হন যুবদল কর্মী মামুন। পুলিশের দাবি, সাবেক ছাত্রলীগ নেতা খোকা ছাত্রদল নেতা বাবুর ঘনিষ্ঠ বন্ধু। সেজন্যই তিনি তার বন্ধুকে ছাড়িয়ে নিতে সশস্ত্র হামলা চালান। তবে গোলাগুলির অভিযোগ অস্বীকার করে বাবু বলেন, আমি শুনেছি, ছাত্রলীগের খোকাকে লোকজন ধরছিল, সেখানে গোলাগুলি হইছে। কিন্তু আমি সেখানে ছিলাম না। আমি তখন নিজের বাসায় ছিলাম। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন কাদের বলেন, ৫ই আগস্টের পর আত্মগোপেনে ছিলেন খোকা। মঙ্গলবার বিকেলে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলসহ লোকজন খোকাকে আটক করে। আটকের খবরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জায়েদুল ইসলাম বাবু জানতে পেরে বন্ধুকে ছাড়িয়ে নিতে পিস্তলে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মামুন। আটককারী মব ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে পা ভেঙে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে স্বীকার করেন তিনি। ওসি আরও জানান, গুলিবিদ্ধ মামুনকে ঢাকা মেডিকেলে নিলে সেখানে রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতেই নিহতের বড় ভাই বাদল বাদি হয়ে ১৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। এদিকে, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা খোকা ছাত্রদল নেতা বাবুর বন্ধু। খোকাকে আটকের খবরে বাবু সেখানে লোকজন নিয়ে এসে গুলি ছোড়েন বলে জেনেছি। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, খোকাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার পা ভেঙে গেছে। চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিরিজ জয়ের পর যা বললেন লিটন এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার বাড়ি বিক্রি করলেন সালমান খান পশুপ্রেম থেকে পরিশুদ্ধ জীবনে মিমি চক্রবর্তী বিয়ে করছেন সেলেনা গোমেজ সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত! আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাছের চারা পাহাড়ের মাটিতে রাম্বুটান, সম্ভাবনার নতুন দিগন্ত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি ট্রাম্পের উদ্দেশ্য শান্তি না বাণিজ্য ঘরে ঢুকে ২ নারীকে কুপিয়ে হত্যা বাড়ছে জাঙ্ক কোম্পানি, শঙ্কায় ডিএসইর বিনিয়োগকারীরা দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি খাদ্যপণ্যের মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি বৃষ্টিতে শিশুর যত্নে সহজ কিছু পরামর্শ এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত