নারী সঙ্গী প্রয়োজন নয়, এটা অটো থাকে : মারজুক রাসেল

নারী সঙ্গী প্রয়োজন নয়, এটা অটো থাকে : মারজুক রাসেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:৩২ 78 ভিউ
বেশ কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা ও কবি মারজুক রাসেল তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে নারী সঙ্গী নিয়ে খোলামেলা কথা বলেছেন, যা নতুন করে আবারও আলোচনায় এসেছে। উপস্থাপিকার বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি তার নিজস্ব দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। উপস্থাপিকা যখন মারজুককে জীবনযাপনের জন্য একজন নারী সঙ্গীর প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন করেন, তখন মারজুক বলেন, ‘নারী সঙ্গী প্রয়োজন না, এটা অটো থাকে, অটো ন্যাচার থাকে।’ তিনি উদাহরণ হিসেবে গাছকে টেনে আনেন এবং প্রশ্ন করেন, ‘আপনি এখন একটা গাছকে কি কখনো জিজ্ঞেস করবেন যে আচ্ছা গাছ তোমার নারী সঙ্গী কে বা পুরুষ সঙ্গী কে?’ তার মতে, নারী-পুরুষের সম্পর্ক প্রাকৃতিক এবং স্বয়ংক্রিয়। তিনি আরও উল্লেখ করেন যে, নারী ছাড়া পুরুষ বা নারী কারোরই জন্ম সম্ভব নয়। মারজুকের পারিবারিক সম্পর্কের গভীরতা নিয়েও আলোচনা হয়। উপস্থাপিকা যখন তার মা, নানি ও বোনের প্রতি তার অন্যরকম ভালোবাসার কথা উল্লেখ করেন, মারজুক দৃঢ়ভাবে বলেন, ‘একদম জীবন দিয়ে দেওয়া এদের জন্য।’ তবে, ঘরে নতুন কোনো নারী কবে আনবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এটা আমার টিউন হয় নাই, আসলে কারও সাথে, ওইভাবে ম্যাচ হয়নি।’ তার হাতে থাকা ‘জেড’ অক্ষরের ট্যাটু নিয়েও কৌতূহল প্রকাশ করেন উপস্থাপিকা। মারজুক জানান, এটি তার ‘ছোটবেলার ম্যাডনেস’। তিনি আরও যোগ করেন যে, এই ট্যাটু নিয়ে সিনেমা, বিজ্ঞাপন এবং এমনকি একটি ফিকশনও তৈরি হয়েছে। তার বিখ্যাত চলচ্চিত্র ‘ব্যাচেলর’ প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত ‘অল অ্যাবাউট হিজ মাদার’ নামে শুরু হয়েছিল। জেরিনের সঙ্গে তার বর্তমান সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, এটি এখন শুধুই ‘পাগলামি’ এবং ‘লজ্জা’ লাগে। তিনি স্বীকার করেন যে, জেরিনের খোঁজখবর তিনি রাখেন এবং জানেন তার দুটি সন্তান আছে, কিন্তু এখন আর যোগাযোগের প্রয়োজন মনে করেন না। প্রেমের সম্পর্ক নিয়ে মারজুক তার নিজস্ব ধারণা ব্যক্ত করেন। তিনি জানান, তিনি ‘অলওয়েজ’ প্রেমে আছেন এবং প্রেমের সংখ্যা দিয়ে তিনি বিশ্বাস করেন না। তার মতে, প্রেম ‘ঘটে যায়’, জোর করে হয় না। ‘যেটা ঘটানো হয় ওইটা প্রাকৃতিক না, ওইটা অপ্রাকৃতিক’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু টানা ছুটি শেষে খুলেছে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুর্কি ফাউন্ডেশন গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী নতুন দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ক্রিকেট থেকে ফুটবল, আজ খেলাধুলার মহাউৎসব ভাইরাস আক্রান্ত প্রাণীর গোশত বিক্রি করা পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব ও অনন্য বৈশিষ্ট্য প্রধানমন্ত্রীর সমালোচনা উপেক্ষা করে লন্ডনের রাস্তায় ফিলিস্তিনপন্থীরা ৫ আগস্টের পর জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর মিস ইউনিভার্সে প্রথমবারের মতো আমিরাতের তরুণী মরিয়ম গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে জানা যাবে আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ সুরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন বুলবুল দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি দুই লাখের ওপরে