ইউক্রেনে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:৩০ 82 ভিউ
ইউক্রেনের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৮ জুলাই) রাতভর এ ভয়াবহ হামলায় ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, এটি এখন পর্যন্ত এক দিনে সবচেয়ে বড় আকাশ হামলা। খবর শাফাক নিউজের। ইউক্রেনীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, হামলায় ইরানীয় তৈরি শাহেদ ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ২৯৬টি ড্রোন এবং সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। এ ছাড়া ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমের মাধ্যমে আরও ৪১৫টি ড্রোন হারিয়ে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এটি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় আকাশ হামলা। এটি প্রমাণ করে, আমাদের আরও বেশি বিমান প্রতিরক্ষা দরকার এবং রাশিয়ার তেল রপ্তানি ও যুদ্ধ অর্থায়নের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন। তিনি জানান, হামলার প্রধান লক্ষ্য ছিল লুতস্ক শহর। পাশাপাশি কিয়েভ, খারকিভ, দিনিপ্রো, মাইকোলাইভ ও সুমি অঞ্চলেও বিস্তৃতভাবে হামলা চালানো হয়। কিয়েভ অঞ্চলে বেসামরিক মানুষ আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হচ্ছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ছোড়া ৮৬টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এসব ড্রোন ছয়টি অঞ্চলে লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। মস্কোর কাছে চারটি ড্রোন আটকানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে শেরেমেতইয়েভো ও কালুগা বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ড্রোন হামলায় তিনজন নিহত এবং সাতজন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। হামলায় একটি হাসপাতাল এবং আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ইউক্রেন এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই ভয়াবহ হামলার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেন। একই সঙ্গে রাশিয়ার তেল ও গ্যাস ক্রেতাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দেন তিনি। ট্রাম্পের বিশেষ দূত এই সপ্তাহে রোমে ইউক্রেনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শুধু জুন মাসেই রাশিয়া ৫ হাজার ৪০০ ড্রোন ও ২৩৯টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা এই যুদ্ধে নতুন রেকর্ড। পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইউক্রেন নিজস্ব ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, রাশিয়া অচিরেই এক রাতে এক হাজারেরও বেশি ড্রোন হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেড়েছে ওমরাহ ভিসার ফি অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই সব রেকর্ড তছনছ, স্বর্ণের নতুন দাম কার্যকর আজ বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, কমতে পারে বৃষ্টিপাত বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ব্যান্ডউইডথ দিতে চায় স্টারলিংক বিশ্ব অর্থনীতি ‘ভয় পাওয়ার মতো খারাপ নয়’: আইএমএফ প্রধান তালেবানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে রাশিয়া, কী আলোচনা হলো? বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, চূড়ান্ত অনুমোদন কৌশলী সেনাপ্রধান! যেভাবে ট্রাম্পকে বাগে আনল পাকিস্তান ভারত সফরে রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর, কেন? স্বর্ণের পর রুপার দামেও ফের রেকর্ড, ভরিতে বাড়ল যত বাংলাদেশকে ৫ ইউকেটে হারালো আফগানিস্তান ইসলামে ব্যবসায় নৈতিকতা ও বাজার ব্যবস্থাপনা কারিনা কাপুরের গোপন ফিটনেস রুটিন ফাঁস বেড়েছে ওমরাহ ভিসার ফি টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে কে? গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু টানা ছুটি শেষে খুলেছে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুর্কি ফাউন্ডেশন গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী