গাজীপুরে পালিত হলো দেশের প্রথম ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ উদ্‌যাপন

গাজীপুরে পালিত হলো দেশের প্রথম ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ উদ্‌যাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ১০:৩০ 100 ভিউ
বাংলাদেশে প্রথমবারের মতো বড় পরিসরে পালিত হলো ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ ২০২৫। মঙ্গলবার (৮ জুলাই) গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের কলেজ ভবনের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদ্‌যাপিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন সহযোগী অধ্যাপক ও চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৈয়দা ফাতেহা নূর। তিনি বলেন, ‘বিশ্বের চর্ম স্বাস্থ্য নিয়ে যে উদ্বেগ রয়েছে, সেটি বাংলাদেশের সাধারণ চিকিৎসক সমাজের কাছে বাস্তব প্রেক্ষাপট তুলে ধরা এবং তাদের অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য’। অনুষ্ঠানে স্কিন বিশেষজ্ঞ ডা. ফাতেহা নূর জানান, বর্তমানে বাংলাদেশে প্রতি তিন জনের একজন কোনো না কোনো চর্মরোগে আক্রান্ত, যা নিঃসন্দেহে এক ভয়াবহ মহামারির চিত্র। বিশেষত ‘স্ক্যাবিস’ এখন বিশ্বের বেশ কিছু উন্নত দেশের মতো বাংলাদেশেও মহামারি আকার ধারণ করছে। এটি আগামী প্রজন্মের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি মানসিক ভারসাম্যহীনতা ও শারীরিক বিকলাঙ্গতার কারণও হতে পারে। তিনি আরও বলেন, ‘ম্যালাজমা আর কেবল ত্বকের রোগ নয়। এটি এখন মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক জীবনে বিষাদ ছড়িয়ে দিচ্ছে। অনেক মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে ম্যালাজমায় আক্রান্ত হয়ে পরবর্তীতে পারিবারিক টানাপোড়েনে বিচ্ছেদের শিকার হচ্ছেন। যদিও এই সমস্যা এখনও অনেকের চোখে ধরা পড়ে না, তবে এর ব্যাপকতা এমন পর্যায়ে পৌঁছেছে যা কেবল একজন চর্মরোগ বিশেষজ্ঞই গভীরভাবে উপলব্ধি করতে পারেন’। ডা. সৈয়দা ফাতেহা নূর বলেন, ‘আজকের এই আয়োজনের উদ্দেশ্যই ছিল চর্মরোগের ভয়াবহতা সম্পর্কে আমাদের সকলের মধ্যে সেই উপলব্ধি তৈরি করা’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশকে ৫ ইউকেটে হারালো আফগানিস্তান ইসলামে ব্যবসায় নৈতিকতা ও বাজার ব্যবস্থাপনা কারিনা কাপুরের গোপন ফিটনেস রুটিন ফাঁস বেড়েছে ওমরাহ ভিসার ফি টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে কে? গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু টানা ছুটি শেষে খুলেছে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুর্কি ফাউন্ডেশন গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী নতুন দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ক্রিকেট থেকে ফুটবল, আজ খেলাধুলার মহাউৎসব ভাইরাস আক্রান্ত প্রাণীর গোশত বিক্রি করা পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব ও অনন্য বৈশিষ্ট্য প্রধানমন্ত্রীর সমালোচনা উপেক্ষা করে লন্ডনের রাস্তায় ফিলিস্তিনপন্থীরা ৫ আগস্টের পর জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর মিস ইউনিভার্সে প্রথমবারের মতো আমিরাতের তরুণী মরিয়ম গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’