টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

টেস্ট নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ | ৪:৫২ 53 ভিউ
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ হেরেছে ১-০ ব্যবধানে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার। ব্যক্তিগত নয় দলের ভালোর জন্য অধিনায়কত্ব ছেড়েছেন বলে মন্তব্য করেছেন শান্ত, ‘টেস্টে আমি আর অধিনায়কের দায়িত্ব চালিয়ে যেতে চাই না। এটা ব্যক্তিগত কারণে নেওয়া সিদ্ধান্ত নয়। আমি দলের ভালোর কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’ তিন ফরম্যাটে তিন অধিনায়ক ড্রেসিংরুমের পরিবেশের জন্য ভালো নয় এমন ভাবনা থেকে সরে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করেছেন শান্ত, ‘আমি মনে করি, এটা দলকে সহায়তা করবে। আমি বিগত কয়েকটা দলের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছি। আমি মনে করি, তিন আন্তর্জাতিক ফরম্যাটে তিনজন অধিনায়ক মানানসই নয়। আমি জানি না, বোর্ড বিষয়টা কীভাবে দেখবে। আমি তাদের সিদ্ধান্তকে সমর্থন করবো। তবে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি, জাতীয় দলে তিন অধিনায়ক হলে তা ম্যানেজ করা কঠিন। আমি চাইবো, এই সিদ্ধান্তকে কেউ আবেগতাড়িত মনে করবে না। আমি কোন কিছু নিয়ে হতাশও নই। এটা আমি পরিষ্কার করে বলতে চাই। দলের ভালোর কথা চিন্তা করেই আমি সরে গেছি।’ সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর দিয়ে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। টি-২০’র নেতৃত্ব নিয়ে আপত্তি ছিল না লিটনের। তবে শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগে শান্তকে সরিয়ে মেহেদী মিরাজকে ওয়ানডের নেতৃত্বভার দেয় বিসিবি। নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চাওয়ায় এমনটা হয়েছে বলে দেশের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে। এরপরই শান্ত টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন, তার সিদ্ধান্তের বিষয়টি ক’দিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে জানিয়ে দিয়েছেন তিনি। শান্ত ২০২৩ সালের নভেম্বরে টেস্টের অধিনায়ক হন। দলকে ১৪ টেস্টে নেতৃত্ব দিয়ে চার জয় ও একটিতে ড্র করিয়েছন তিনি। হেরেছেন বাকিগুলো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু টানা ছুটি শেষে খুলেছে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুর্কি ফাউন্ডেশন গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী নতুন দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ক্রিকেট থেকে ফুটবল, আজ খেলাধুলার মহাউৎসব ভাইরাস আক্রান্ত প্রাণীর গোশত বিক্রি করা পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব ও অনন্য বৈশিষ্ট্য প্রধানমন্ত্রীর সমালোচনা উপেক্ষা করে লন্ডনের রাস্তায় ফিলিস্তিনপন্থীরা ৫ আগস্টের পর জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর মিস ইউনিভার্সে প্রথমবারের মতো আমিরাতের তরুণী মরিয়ম গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে জানা যাবে আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ সুরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন বুলবুল দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি দুই লাখের ওপরে