
নিউজ ডেক্স
আরও খবর

মিস ইউনিভার্সে প্রথমবারের মতো আমিরাতের তরুণী মরিয়ম

শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান

জনসভায় প্রাণহানির ঘটনা নিয়ে মুখ খুললেন থালাপতি বিজয়

রাজধানীতে হিরো আলমের ওপর হামলা

অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা

ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পূর্ণিমা

শবনম ফারিয়ার বরের পরিচয় জানা গেল
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কোন কাজটি করেন আমির

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান নিজেকে গর্বিত মুসলিম বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন। পাশাপাশি পেহেলগাঁও হামলা নিয়েও কথা বলেন এ অভিনেতা। তিনি নিজের ধর্ম নিয়ে যতটা গর্বিত, ঠিক ততটাই গর্ববোধ করেন এক ভারতীয় হিসেবে। তার দেশভক্তি নিয়ে কোনো রকম কুকথা মেনে নেবেন না বলেও জানান আমির খান।
কারণ অভিনেতা দেশভক্ত বলেই নিজেকে মনে করেন। তার জন্য পাকিস্তান থেকে অনেক বিদ্বেষপূর্ণ মন্তব্য সহ্য করতে হয় তাকে। আমির বলেন, তিনিই প্রথম, যার সিনেমা পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের কথা প্রথম উচ্চারিত হয়।
একটা সময় পাকিস্তানের বিরুদ্ধে সেখানকার জঙ্গি সংগঠন কিংবা গুপ্তচরদের নিয়ে সিনেমায় কোনো নাম উচ্চারণ করা যেত না। সেখানে তার ‘সারফারোশ’ সিনেমায় প্রথম সরাসরি পাকিস্তানকে আক্রমণ করা হয়। যদিও সিনেমাটি মুক্তির সময় কেন্দ্রীয় সেন্সর বোর্ড তাদের বেশ কিছু দৃশ্য বাদ দিতে বলেন। কিন্তু সিনেমার পরিচালক ও আমির অনড় ছিলেন, তারা কোনো পরিবর্তন করবেন না। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানির সঙ্গে পরামর্শ করেন আমির খান।
অভিনেতা বলেন, ‘আমি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি— আপনি সংসদে তাদের কথা বলতে পারছেন, তা হলে প্রকাশ্যে নয় কেন? তারা প্রকাশ্যে জঙ্গিদের মদত দিচ্ছে, তাহলে আমরা এ টুকু করতে পারব না কেন?
এরপর সরাসরি পাকিস্তানের নাম তোলা হয় সিনেমায়। তার আগে অবধি প্রতিবেশী রাষ্ট্র নামে ডাকা হতো। এ সিনেমা মুক্তির পর অশান্তিও পোহাতে হয়েছে অভিনেতাকে। তিনি বলেন, এ সিনেমা মুক্তির পর প্রচুর নেতিবাচক মন্তব্য বিদ্বেষে ভরা কটুকথা শুনেছি।
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।