পিএসসির সুপারিশ ছাড়াই ৪১ কর্মকর্তা নিয়োগ

পিএসসির সুপারিশ ছাড়াই ৪১ কর্মকর্তা নিয়োগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ১০:২২ 27 ভিউ
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ৩০তম ও ৩১তম বিসিএসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ ছাড়াই অবৈধভাবে ৪১ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে দলটি ২৯তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ পন্থা অবলম্বন করে ২১ ভুয়া ক্যাডার নিয়োগ দেয়, যাদের বিষয়টি এখন তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা যায়, অবৈধ প্রক্রিয়া অবলম্বন ও ক্ষমতার অপব্যবহার করে ৪১ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। পিএসসিতে তারা নন-ক্যাডার তালিকায় থাকলেও পরে আলাদা গেজেট প্রকাশ করে বেআইনিভাবে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ১৮ জন নারীকে ৩০তম বিসিএসের অধীনে নিয়োগ এবং বাকি ২৩ জনকে ৩১তম বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এই দুই বিসিএসে ক্যাডার সার্ভিসের জন্য সুপারিশপ্রাপ্তদের মূল তালিকা প্রকাশের কয়েক মাস পর সেই সময়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার স্বাক্ষরিত আলাদা গেজেট জারি করা হয়। মেধাভিত্তিক প্রক্রিয়া এড়িয়ে এই ৪১ জনকে নিয়োগ দেওয়া হয়। সেই সময়ের ঊর্ধ্বতন সরকারি কিছু কর্মকর্তা ও পিএসসির কিছু সদস্য এই অবৈধ নিয়োগ প্রক্রিয়ায় জড়িত ছিলেন। এই অনিয়মের মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। খোঁজ নিয়ে জানা গেছে, ৩০তম ও ৩১তম বিসিএসের মাধ্যমে যারা অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছিলেন তাদের অনেককেই পরে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়। সেসব গুরুত্বপূর্ণ পদে কেউ কেউ এখনো আছেন। তাদের আওয়ামী লীগের অনুগত বলে ধরা হয়। ২০১২ সালের ১৭ মে ৩০তম বিসিএসের মূল গেজেট প্রকাশিত হয়। সেই গেজেটে ক্যাডার পদের জন্য সুপারিশকৃত ২ হাজার ২৬২ জনের নাম ছিল। এর পাঁচ মাস পর একই বছরের ২৩ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ১৮ জন নারীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য একটি পৃথক গেজেট জারি করে। যদিও তাদের নাম ইতোপূর্বে নন-ক্যাডার তালিকায় ছিল। ওই ১৮ নারীর মধ্যে প্রশাসন ক্যাডারে চারজন- নাসরিন আক্তার, রুবাইয়াৎ ফেরদৌসী, সুবর্ণা রানী সাহা এবং পারভীন সুলতানা; পুলিশ ক্যাডারে দুইজন- মোছা. সুলতানা রাজিয়া ও শামিমা নাসরিন; নিরীক্ষা ও হিসাব ক্যাডারে দুইজন- পাপিয়া মনোয়ারা ও শর্মীলা নাজনীন; আনসার ক্যাডারে দুইজন- হোসনে আরা হাসি ও মৌসুমী আক্তার; পরিবার পরিকল্পনায় তিনজন- ইন্দ্রানী দেবনাথ, সাহেদা হোসেন ও কাজী মমতাজ বেগম; তথ্য ক্যাডারে চারজন- শামীমা ইয়াসমীন স্মৃতি, উম্মে ফারহানা হোসেন শিমু, শাহিদা মঞ্জুরী ও জিনাত আরজু মুক্তা এবং জুবাইদা খানম (শুল্ক ও আবগারি) নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। এছাড়া ২০১২ সালের ২৭ ডিসেম্বর ১ হাজার ৮১২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে ৩১তম বিসিএসের মূল গেজেট প্রকাশিত হয়। এর সাড়ে ছয় মাস পর ২০১৩ সালের ১২ জুন পৃথক একটি গেজেট প্রকাশ করে ২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। প্রথমবার পিএসসি তাদের নাম নন-ক্যাডার তালিকায় রাখে। এই ২৩ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে রয়েছেন ১১ জন। তারা হলেন- এইচএম সালাউদ্দিন মনজু, এসএম সাদিক তানভীর, সাঈকা সাহাদাত, একেএম হেদায়েতুল ইসলাম, সোহেল রানা, মোছা. আকতারুন নেছা, সুপ্রিয়া চৌধুরী, মোহাম্মদ রেজাউল করিম, শিরিন আক্তার, মোছা. রওনক জাহান এবং মাহফুজা সুলতানা। পুলিশে নিয়োগ পাওয়া ছয়জন হলেন- খায়রুল হাসান, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, আমরীন খায়রুল, মো. শরিফুল আলম, মাহবুবুল হক সজীব এবং সুদীপ দাস। ইকোনমিক ক্যাডারে তিনজন- মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক হাওলাদার ও মো. ফজলুর রহমান; তথ্য, কর ও পরিকল্পনায় একজন করে যথাক্রমে মাসুম বিল্লাহ, মো. রকিবুল হাফিজ ও মোহাম্মদ মিজানুর রহমান। এদিকে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২৯তম বিসিএসে ২১ জন নন-ক্যাডারকে অবৈধভাবে ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছিল। এসব অনিয়ম তদন্তে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দুদক। এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান বলেন, পিএসসির সুপারিশ ছাড়াই আলাদা কাউকে ক্যাডার সার্ভিসে নিয়োগ দেওয়ার সুযোগ নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মনসুর হোসেন বলেন, পিএসসি চূড়ান্ত সুপারিশ প্রকাশ করার পর নন-ক্যাডার তালিকা থেকে কাউকে ক্যাডার তালিকায় স্থানান্তর করার কোনো বিধান নেই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটাবেন শাকিব-শেহজাদ, থাকবেন বুবলীও দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ৩৩১ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া এআই উন্নয়ন ও নিরাপত্তার ভারসাম্য জরুরি: চীনের প্রধানমন্ত্রী ভারত ‘দক্ষিণ এশিয়ার ইসরাইলে’ পরিণত হয়েছে: সাদিক কায়েম ভারত-সমর্থিত ৩ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া ইরানে বিচার বিভাগের ভবনে গ্রেনেড হামলা তুরস্কে মুসলিম ব্রাদারহুডের সদস্য আটক, মিশরের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ইঙ্গিত ভেরিফায়েড নকল শাবনূর, বিপাকে আসল শাবনূর সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস ’ক্রিয়েটিভ প্যারেন্টিং’ এর সাতকাহন টিম ডেভিডের বিধ্বংসী সেঞ্চুরিতে অজিদের সিরিজ জয় অবশেষে নিষেধাজ্ঞাই কপালে জুটল মেসি-আলাবার জনপ্রিয় সিরিয়ালের শুটিং সেটে ভয়াবহ আগুন যে কারণে করণ জোহরকে কেউ পুরুষ মনে করত না শেফালির শূন্যতা মেটাতে যা করছেন পরাগ ত্যাগী ভাঙা সড়কে ধানের চারা রোপণ, সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের কাণ্ড