গাজায় ‘অবিলম্বে’ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ইসরাইল

গাজায় ‘অবিলম্বে’ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ১১:১৮ 48 ভিউ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ‘অবিলম্বে’ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ইসরাইল। রোববার (৯ মার্চ) ইসরাইলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে জেরুজালেম পোস্ট। এলি কোহেন বলেন, ‘সব জিম্মিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যেন হামাস আর না থাকে তা নিশ্চিত করতে আমরা সকল উপায় অবলম্বন করব। ’ এ ঘোষণার পরপরই কোহেন গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের আদেশে স্বাক্ষর করেন। এর আগে গত শুক্রবার (৭ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরাইল হামাসের ওপর ধাপে ধাপে চাপ সৃষ্টির পরিকল্পনা করছে। এটি গাজায় পণ্য সরবরাহের প্রবেশ বন্ধ করে শুরু হবে আর পরবর্তী ধাপে বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়া হবে। এর আগে গত বছরের জুলাই মাসে ইসরাইল গাজার একটি পানিব্যবস্থাকে ইসরাইলি বৈদ্যুতিক গ্রিডের সঙ্গে সংযুক্ত করে গাজার বাসিন্দাদের জন্য মাঝারি থেকে দীর্ঘমেয়াদী ভিত্তিতে প্রতিদিন ২০ হাজার লিটার পর্যন্ত পানি সরবরাহ করে করেছে। এই নীতি ইসরাইলের বিশ্বব্যাপী বৈধতা বজায় রাখার জন্য কাজ করেছে বলে জানিয়েছে একটি আইডিএফ সূত্র। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে একবারেই সব জিম্মিকে মুক্তি দেওয়ার হুমকি দিয়ে বলেন, এর প্রতিক্রিয়ায় ইসরাইল যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, আমেরিকা ‘সমর্থন করবে’। আর হামাস যদি তা মেনে নিতে অস্বীকৃতি জানায় তবে পুনরায় যুদ্ধ শুরুর বিষয়ে সতর্ক করেছেন ট্রাম্প ও তার মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিমের প্রিয় কন্যাকে নিয়ে চীন সফর, কেন এত আলোচনা? বিশেষ কর সুবিধা চায় প্রশাসন ক্যাডার মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা-ভাঙচুর চট্টগ্রামে পাইকারি বাজারে কমেছে চালের দাম দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ৪ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে ০৪ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি এখনো নিয়োগ হয়নি সেই ৫৩৬ পুলিশের তিন ভাইয়ের ‘নিয়ন্ত্রণে’মোহাম্মদপুর-আদাবর এক হয়েছে পাঁচ গ্যাং ‘মব জাস্টিস’ প্রতিহত করতে কড়া বার্তা ৫১ বছর বয়সে রাকসুতে লড়ছেন মোর্শেদ আট বছর পর এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ ১৯৮৮ সালের পর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব, নিহত ৩০ লেবাননে দুই দফা বিমান হামলা চালালো ইসরায়েল খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার, হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব-পর্দা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ