৩ মাস পর পপির সেই মন্তব্যের জবাব দিলেন ওমর সানী

৩ মাস পর পপির সেই মন্তব্যের জবাব দিলেন ওমর সানী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ১০:৩৮ 26 ভিউ
দীর্ঘ কয়েক বছর ধরেই সিনেমায় নেই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সিনেমাসংশ্লিষ্ট কারও সঙ্গেই রাখেননি যোগাযোগ। নিজেকে আড়ালেই রেখেছিলেন এ অভিনেত্রী। এই আড়ালে থাকার কারণে মিডিয়ায় একসময় চাউর হয়েছিল বিয়ে করে সংসারি হয়েছেন অভিনেত্রী। অবশ্য সে গুঞ্জনই পরবর্তীতে সত্যি হয়। গত ফেব্রুয়ারি মাসে আড়াল ভেঙে প্রকাশ্যে আসেন তিনি। সেসময় পপি জানান, অনেকদিন আগেই বিয়ে করেছেন এবং একটি পুত্রসস্তানেরও মা হয়েছেন। আসলে পপির এ আড়াল ভাঙার কারণ ছিল জমিজমা নিয়ে পরিবারের সঙ্গে তার দ্বন্দ্বের জের। এ সময় সিনেমায় আর অভিনয় করবেন না বলেও জানান এ অভিনেত্রী। ‘সিনেমার জন্যই তার অনেক বদনাম হয়েছে’-এমন একটি মন্তব্যও তখন করেছিলেন পপি। তাই সিনেমায় আর অভিনয় করতে চান না। স্বামী-সন্তান নিয়েই থাকতে চান। সম্প্রতি তার এ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন নব্বই দশকের চিত্রনায়ক ওমর সানী। পপির এ মন্তব্য প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, পপির এ ধরনের কথা বলা উচিত নয়। অভিনেত্রীর সমালোচনা করে সানী বলেন, ‘পপির এ মন্তব্যের জন্য আমি তাকে স্টুপিড (বোকা) বলব। আমি ওর দুলাভাই, আমার ওকে শাসন করার অধিকার আছে। সে এভাবে যদি বলে থাকে তাহলে আমি বলব, সে অবশ্যই নিজেকে ছোট করেছে।’ তিনি আরও বলেন, ‘পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে, সিনেমা নিয়ে এসব কথা বলবে। পপি নায়িকা না হলে কে চিনত? তার স্বামী বিয়েও করত না। ও মন্তব্যটি করে সিনেমাকে ছোট করেছে। আমি বলব তাকে এসব আবেগি, ফাজলামো কথা না বলতে।’ এদিকে গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে এসে কয়েকদফা সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন পপি। এরপর ব্যক্তিগত বিষয় নিয়ে এক মাসের মতো কয়েকবার প্রকাশ্যে আসেন। কিন্তু এরপরই হুট করে আবারও অন্তরালে চলে যান। মার্চ মাস থেকেই ফের যোগাযোগ বন্ধ করে দেন এ অভিনেত্রী। পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি। প্রসঙ্গত, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় পা রাখলেও পপির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দারুণ খেলেও গোল পাননি মেসি, বিশ্বকাপের শুরুতেই হোঁচট মিয়ামির পাইরেসির কবলে ‘তাণ্ডব’, দেখা যাচ্ছে অনলাইনেই প্রথম সিনেমায় বাজিমাত, সিক্যুয়েলেও কি থাকছেন সাবিলা-ফারিণ? রণবীর আউট আল্লু ইন ঈদের নাটক প্রচার নিয়ে নিলয়ের ক্ষোভ জ্বলছে তেল আবিব ও জেরুজালেম ইরানে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পেজেশকিয়ানকে সৌদি যুবরাজ ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিখোঁজ ৩৫ মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য ৩১ দফাই দেশের মানুষের মুক্তির সনদ: দুলু পার্শ্ববর্তী দেশ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে: রিজভী নির্বাচনি রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থবহন করবে না ২৮ জুন জনতার মহাসমুদ্রে রূপ নেবে সোহরাওয়ার্দী উদ্যান চট্টগ্রামে চামড়া বিক্রি শুরু, লাভ নিয়ে শঙ্কায় আড়তদাররা যমুনা সেতু এলাকায় ৩৫ কিলোমিটার যানজট সীতাকুণ্ডে ঝরনায় নেমে পর্যটকের মৃত্যু সুন্দরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেফতার যেখানে দাঁড়িয়ে ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ ঘোষণা করেন মেজর জিয়া চার জেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৫৭ জনকে পুশইন কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত