মাধবদীতে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে তিনদিন আটকে রেখে গণধর্ষণ

মাধবদীতে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে তিনদিন আটকে রেখে গণধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১০:৪৮ 73 ভিউ
মাধবদীতে ২৮ বছর বয়সি ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে তিনদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার বিকালে ইকবাল নামে একজনকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। গত ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি ওই গৃহবধূকে মাধবদী থানাধীন পাচদোনা মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংকের পাশে ৭ তলা বিল্ডিংয়ের ২য় তলার একটি রুমে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী অন্তঃসত্ত্বা। পরে শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে মাধবদী থানা পুলিশ। জানা যায়, ভুক্তভোগী নারী মাধবদী থানাধীন মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া আর আটককৃত ইকবাল পাচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার জয়নালের ছেলে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন, ওই ভিকটিম শুক্রবার রাতে মাধবদী থানায় হাজির হয়ে পুলিশকে জানায় তার স্বামীকে জেল থেকে বের করার নামে উকিল সেজে ইকবাল নামে এক ব্যক্তি তাকে বিভিন্ন লোভ দেখিয়ে চারজন মিলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তিন দিন আটক রেখে ওই বিল্ডিংয়ে এনে পালাক্রমে ধর্ষণ করে। পরে পুলিশ শুক্রবার রাতে আটক রাখা স্থান পরিদর্শন করেন। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ভিকটিম বাদি হয়ে দুজনের নাম উল্লেখ করে এবং তিনজন অজ্ঞাত দিয়ে মামলা দায়ের করে। পরে ১নং আসামি ইকবালকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু টানা ছুটি শেষে খুলেছে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুর্কি ফাউন্ডেশন গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী নতুন দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ক্রিকেট থেকে ফুটবল, আজ খেলাধুলার মহাউৎসব ভাইরাস আক্রান্ত প্রাণীর গোশত বিক্রি করা পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব ও অনন্য বৈশিষ্ট্য প্রধানমন্ত্রীর সমালোচনা উপেক্ষা করে লন্ডনের রাস্তায় ফিলিস্তিনপন্থীরা ৫ আগস্টের পর জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর মিস ইউনিভার্সে প্রথমবারের মতো আমিরাতের তরুণী মরিয়ম গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে জানা যাবে আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ সুরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন বুলবুল দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি দুই লাখের ওপরে