যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছেন নেতানিয়াহু

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৪ 76 ভিউ
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার অভিযোগ এনেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গোষ্ঠীটি বলছে, ইসরাইল সরকার চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা করছে না, যার মেয়াদ ১ মার্চ শেষ হওয়ার কথা। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে, যা ১৯ জানুয়ারি শুরু হয়েছিল, ইসরাইলি বন্দিদের মুক্তি, গাজার কিছু অংশে ইসরাইলি সেনাদের প্রত্যাহার এবং মানবিক সাহায্য পাঠানোর কথা ছিল। এই চুক্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে সব ইসরাইলি বন্দি মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির বাস্তবায়ন হওয়ার কথা ছিল। হামাসের রাজনৈতিক দফতরের সিনিয়র সদস্য বাসেম নাঈম আল জাজিরাকে শনিবার বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, আবারও এটি দায়িত্বজ্ঞানহীন খেলা, যা চুক্তি নষ্ট করতে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার সংকেত পাঠানোর উদ্দেশ্যে খেলছে’। নাঈম আরও অভিযোগ করেছেন, ইসরাইল চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে ১০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, বেশিরভাগ মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে দেয়া হয়নি, এবং নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার বিলম্বিত হয়েছে। এর আগে, ইসরাইলি কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসে হামাসের অভিযোগকে সঠিক বলে স্বীকার করেছিলেন, তবে ইসরাইল সরকার তা অস্বীকার করেছে। চুক্তির অংশ হিসেবে, ইসরাইল ৬০,০০০ মোবাইল হোম এবং ২,০০,০০০ তাঁবু গাজায় পাঠানোর কথা ছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। গাজার ২.৪ মিলিয়ন বাসিন্দার মধ্যে ৯০ শতাংশেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে, এবং বিশাল অংশ গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এদিকে, নেতানিয়াহু গাজায় যুদ্ধ পুনরায় শুরুর হুমকি দিয়েছেন এবং তিনি ‘যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজা অঞ্চল দখল করার’ প্রতিশ্রুতি দিয়েছেন, ট্রাম্প বলছেন তিনি এই পরিকল্পনার জন্য বলপ্রয়োগ করবেন না । নেতানিয়াহু বারবার বলেছেন, তিনি গাজার যুদ্ধের উদ্দেশ্যগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চান, যার মধ্যে হামাসের সামরিক এবং শাসন ক্ষমতা ধ্বংস করা অন্তর্ভুক্ত। রাজনৈতিক বিশ্লেষক জাভিয়ার আবু ঈদ আল জাজিরাকে বলেছেন, ‘নেতানিয়াহুর জন্য ডেরমারকে প্রধান আলোচক নেতা হিসেবে নিয়োগ দেয়া এক গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করে।’ আল জাজিরার নূর ওদে বলেছেন, ‘এই চিত্রটি আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখছি: ইসরাইল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে, তারপর দোহা বা কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলছে এবং চেষ্টা করছে আলোচনা চালিয়ে যেতে’। একই সময়ে, আলোন পিঙ্কাস, নিউ ইয়র্কে ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত, আল জাজিরাকে বলেছেন, ‘যেহেতু প্রথম পর্যায়টি সফলভাবে শেষ হয়েছে, তাতে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আশাবাদী হওয়া উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘এই পর্যায়টি গাজায় ইসরাইলি বাহিনীর শক্তি কমানো এবং এক সপ্তাহের মধ্যে সেনা প্রত্যাহারের অন্তর্ভুক্ত। এটি যুদ্ধের সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, যা নেতানিয়াহু চান না।’ গতকাল হামাস চুক্তির শর্ত মেনে ছয়জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। কিন্তু ইসরাইল ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে এখনো মুক্তি দেয়নি। এ বিষয়ে নেতানিয়াহুর দাবি, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের ‘অপমানজনক অনুষ্ঠানের’ মাধ্যমে ইসরাইলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে না। নেতানিয়াহুর এমন মন্তব্যের পর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতই শংকা তৈরি হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু টানা ছুটি শেষে খুলেছে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুর্কি ফাউন্ডেশন গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী নতুন দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ক্রিকেট থেকে ফুটবল, আজ খেলাধুলার মহাউৎসব ভাইরাস আক্রান্ত প্রাণীর গোশত বিক্রি করা পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব ও অনন্য বৈশিষ্ট্য প্রধানমন্ত্রীর সমালোচনা উপেক্ষা করে লন্ডনের রাস্তায় ফিলিস্তিনপন্থীরা ৫ আগস্টের পর জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর মিস ইউনিভার্সে প্রথমবারের মতো আমিরাতের তরুণী মরিয়ম গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে জানা যাবে আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ সুরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন বুলবুল দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি দুই লাখের ওপরে