মহিলা কলেজের অধ্যক্ষের বদলির আদেশের বাতিলের দাবিতে সড়ক

মহিলা কলেজের অধ্যক্ষের বদলির আদেশের বাতিলের দাবিতে সড়ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫১ 81 ভিউ
নারায়ণগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশের বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে নগরীতে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে জনসাধারণের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। মঙ্গলবার শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীর ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সদর উপজেলার নির্বাহী অফিসার সাথে আলোচনার কথা বললে দুপুর সাড়ে ১২ টার দিকে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভ মিছিল নিয়ে সদর উপজেলায় যান শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিনাকারণে কলেজের অধ্যক্ষকে বদলি করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেনি। দ্রম্নত আদেশ বাতিল করে পূর্ণবহাল করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। পরে সদর মডেল থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ও সদর এসিল্যান্ড সাদিয়া আক্তারের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে এসে সদর উপজেলার নির্বাহী অফিসার সাথে আলোচনার কথা বললে দুপুর সাড়ে ১২ টার দিকে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভ মিছিল নিয়ে সদর উপজেলায় যান শিক্ষার্থীরা। এ বিষয়ে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইংরেজির ক্লাসও নিতেন। শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন সেটা তার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ বলে তিনি মনে করেন। এই আন্দোলনের সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। তিনি সরকারি আদেশে এই কলেজে দায়িত্বে এসেছেন আবার সরকারের আদেশে চলে যাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু টানা ছুটি শেষে খুলেছে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুর্কি ফাউন্ডেশন গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী নতুন দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মিশর যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ক্রিকেট থেকে ফুটবল, আজ খেলাধুলার মহাউৎসব ভাইরাস আক্রান্ত প্রাণীর গোশত বিক্রি করা পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব ও অনন্য বৈশিষ্ট্য প্রধানমন্ত্রীর সমালোচনা উপেক্ষা করে লন্ডনের রাস্তায় ফিলিস্তিনপন্থীরা ৫ আগস্টের পর জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর মিস ইউনিভার্সে প্রথমবারের মতো আমিরাতের তরুণী মরিয়ম গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে জানা যাবে আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ সুরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন বুলবুল দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি দুই লাখের ওপরে