নির্বাচনি রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থবহন করবে না

১৫ জুন, ২০২৫ | ১১:২৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

দ্রুত পরিপূর্ণ নির্বাচনি রোডম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থবহন করবে না বলে উল্লেখ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। শনিবার ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক পরবর্তী বিবৃতির প্রতিক্রিয়ায় এ কথা বলা হয়। এতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান লন্ডনে বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়টি কখন নিশ্চিত হয়েছে তা পরিষ্কার নয়। কারণ যৌথ বিবৃতিতে যে শর্ত বিবৃত হয়েছে তাতে ‘সংশয়ের দোলাচল’ থেকে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের দাবি তুলে এ দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে আগে অনুষ্ঠিত বৈঠকগুলো থেকে যে দাবি উঠে এসেছিল তা ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করার; লন্ডন বৈঠক সেই গোলপোস্ট সরে গেল। বিবৃতিতে বলা হয়, জনআকাঙ্ক্ষা ডিসেম্বরে নির্বাচনে দাবির ভিত্তিই ছিল দেশকে দ্রুত গণতন্ত্রের উত্তরণের পথে নিয়ে যাওয়া। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ফেরানো, রাজনৈতিক সরকারের অধীনে দেশ পরিচালনার ম্যান্ডেট স্থির করতে না পারলে বর্তমান পরিস্থিতির আরও অবনতি হবে। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকার গত ১০ মাসে তেমন কোনো সফলতা দেখাতে পারেননি। পাশাপাশি দেশে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির ক্রমবর্ধমান উত্থান ঘটছে, শাসনব্যবস্থায় নয়াফ্যাসিবাদী প্রবণতা বাড়ছে যা গণতন্ত্র উত্তরণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সুষ্ঠু নির্বাচনী পথও রচনা করতে পারবে না। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ জনগণ এখনও মনে করে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচনি সময় সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করে সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি মাঠে নামিয়ে নির্বাচনী অভিযাত্রা শুরু করা ও নির্বাচনি প্রতিশ্রুতির প্রতি জনআস্থা গড়ে তোলা।