ছন্দে ফেরার আভাস পেসার ইবাদতের

১২ জুন, ২০২৫ | ১১:১৯ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ক্রিকেটারদের ঈদের ছুটি শেষ হয়েছে আগে। এরই মধ্যে কেউ কেউ অনুশীলন করেছেন আলাদাভাবে। আগামীকাল সকালে শ্রীলংকার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তার আগে বাংলাদেশ লাল ও সবুজ দলে ভাগ হয়ে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে টেস্ট দল। বুধবার প্রথমদিনের খেলায় ব্যাটিংয়ে কেউ তেমন ভালো করতে পারেননি। বোলিংয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছেন দীর্ঘদিন পর ফেরা ইবাদত হোসেন। শ্রীলংকা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে সফর। প্রথম টেস্ট ১৭ জুন গলে শুরু। শ্রীলংকা সফর দিয়ে ২০২৫-২৭ চক্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ২০১৭ সালের পর এবারই প্রথম তিন সংস্করণের পূর্ণাঙ্গ সফরে শ্রীলংকায় যাবেন নাজমুল হোসেনরা। গতকাল প্রস্তুতি ম্যাচে বিসিবি লাল দলের সাদমান ইসলাম ১৭ ও নাজমুল হোসেন করেন ৪০ রান। মুমিনুল হক ও মুশফিকুর রহিম দুজনই শূন্যতে ফেরেন। পরে মুমিনুল করেন ৭৮ রান। লিটন দাস ৪৩। তিনটি করে উইকেট নেন ইবাদত হোসেন ও স্পিনার নাঈম হাসান। নাহিদ রানা ও হাসান মুরাদ একটি করে উইকেট পান। বোলিংয়ে বিসিবি সবুজ দলের একটি উইকেট নেন লাল দলের পেসার খালেদ আহমেদ। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক না কেন, সবশেষ শ্রীলংকা সফরে ভালো করার রেকর্ড রয়েছে মুশফিকুর রহিমদের। শ্রীলংকার বিপক্ষে এখনো টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। ২০২১ সালে সবশেষ শ্রীলংকার মাটিতে দুই ম্যাচের সিরিজে একটি ম্যাচ ড্র করেছিল সফরকারীরা। বাংলাদেশ হেরে যায় ১-০তে।