মামলার আসামি পেলেন চেয়ারম্যানের দায়িত্ব

২ জুন, ২০২৫ | ১০:৫৮ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও বিস্ফোরক মামলার আসামি সৈয়দ হোসেনকে দেওয়া হয়েছে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তথ্য গোপন করে প্যানেল চেয়ারম্যান হিসাবে ২ নাম্বারে থাকা সৈয়দ হোসেন ১ নাম্বারে থাকা মোহাম্মদ মিয়াকে ডিঙিয়ে ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব বাগিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল ও নৈরাজ্য সৃষ্টি করে চেয়ারম্যান পদ বাগিয়ে নিয়েছিলেন লোহাগাড়া উপজেলা তাঁতী লীগের সভাপতি হেলাল উদ্দিন। ৫ আগস্টের পর হেলাল উদ্দিন পালিয়ে গেলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন ১ নাম্বার প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মিয়া। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকেও চিঠিতে তাকে ১ নাম্বার প্যানেল চেয়ারম্যান হিসাবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হয়। এর কিছু দিন না যেতেই অদৃশ্য কারণে ২২ মে জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত অফিস আদেশে ২ নাম্বারে থাকা সৈয়দ হোসেনকে পরিষদের প্যানেল চেয়ারম্যান নিযুক্ত করা হয়। এ অবস্থায় বর্তমান প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন চট্টগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক বরাবরে পুনঃবহালের আবেদন করেছেন। এ বিষয়ে জানতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।