সিলেটে ভারতীয় গরুসহ দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ
১ জুন, ২০২৫ | ১১:১৮ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

সিলেটে দেড় কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, প্রতাপপুর এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালানি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, গরু, বিভিন্ন প্রকার ইনজেকশন, বিভিন্ন প্রকার ট্যাবলেট, জেল, জিরা এবং মদ জব্দ করে। জব্দ মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৯৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, জব্দ চোরাচালানি মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।