ঈদে ‘কোটিপতি’ নিলয়ের সঙ্গে হিমি

২৪ মে, ২০২৫ | ১০:৩৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

নাটকে এই সময়ে সেরা জুটি হিসেবে স্বীকৃত নিলয়-হিমি। আগামী ঈদে তাদেরকে বেশ কিছু ট্রেন্ডি ও জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে দেখা যাবে। এরমধ্যে একটি ‘কোটিপতি’। নির্মাণ করেছেন বর্ণনাথ। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘এ নাটকের বেশ ভালো। বর্ণনাথের নির্দেশনায় আগেও অভিনয় করেছি। তার নাটকে কোনো না কোনো ম্যাসেজ থাকে। এটাও ব্যতিক্রম নয়।’ হিমি বলেন, ‘ঈদের জন্য এরইমধ্যে একাধিক নাটকে অভিনয় করেছি। তবে এ নাটকটি দর্শকের কাছে বেশি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। নিলয় এবং বর্ণনাথের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। ’