হানিফ ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ছোড়া ককটেল বিস্ফোরণে আহত ৩

রাজধানীর হানিফ ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে জুয়েলসহ (৩৫) ৩ জন আহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের যাত্রাবাড়ী জোনের সভাপতি মাসুদুর রহমান বলেন, যাত্রাবাড়ী পার্কের পশ্চিম গেটে ১৫ দিনের জন্য বৃক্ষমেলা দেওয়া হয়েছে। সেখানে রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। যাত্রাবাড়ী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, রাত পৌনে ১১টার দিকে যাত্রাবাড়ী পার্কের পশ্চিম গেটে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হানিফ ফ্লাইওভার থেকে কেউ একটি ককটেল সাদৃশ্য বোমা যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে বিস্ফোরণ হয়ে জুয়েল নামের এক যুবক আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান।