কোচের পরিকল্পনায় থাকবেন বাবর-রিজওয়ান?

২২ মে, ২০২৫ | ১১:২৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

এ মাসের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ইতোমধ্যে দলও দিয়েছে পিসিবি। মাইক হেসনের সেই দলে নেই বিগ থ্রি—মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। কেন নেই, সেই ব্যাখ্যায় না গিয়ে পাকিস্তানের নতুন সাদা বলের কোচ শুনিয়েছেন ‘নতুন’ পরিকল্পনা। কিউই কোচ স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘দলে থাকতে হলে পারফর্ম করতে হবে।’ পাকিস্তানে প্রথম অ্যাসাইনমেন্টের আগে হেসন খোলাখুলিভাবে জানিয়েছেন, দল নির্বাচনে অভিজ্ঞ কিংবা তারকাতকমা কোনোটি দেখা হবে না। সেই বিষয়টি বিবেচনায় রেখেই বাংলাদেশের বিপক্ষে দল দিয়েছে পাকিস্তান। বুধবার দল ঘোষণার বিবৃতিতে পিসিবি জানিয়েছে, সাম্প্রতিক পারফর্ম ও পিএসএলে দারুণ করা ক্রিকেটারদেরই এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। প্রধান কোচ হেসনও তেমন বলেছেন, যোগ্য যারা তারাই আছেন দলে। সেখানেই বড় বার্তা পেয়ে গেছেন বাবর-রিজওয়ানরা। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হেসন শুনিয়েছেন পরিকল্পনা, ‘আমরা কেমন বা কোন ধরণের ক্রিকেট খেলতে চাই তার ওপর ভিত্তি করে পরিকল্পনা কষা হবে। একবার খেলার ধরন বুঝে গেলে তখন নিশ্চিত ভাবে কিছু নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ কিছু পাব, তারপরে সেই ভূমিকাগুলোকে এমন খেলোয়াড়দের দিয়ে পূর্ণ করতে শুরু করব, যারা সেই বিশ্বাসগুলো পূরণ করতে পারবে।’ শেষ কয়েকটি সাদা বলের টুর্নামেন্টে পাকিস্তান ভালো করতে পারছে না। দলের সিনিয়রদের পারফর্মও বেশ নাজুক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও আছে ঘাটতি। এমন অবস্থায় কয়েকবার কোচ পরিবর্তন করেও লাভের লাভ কিছু হয়নি। এবার নতুন করে এসেছেন হেসন। তিনি অভিজ্ঞ নয়, বরং খেলা পারে এমন দল বেছে নিয়েছেন। নিজের এই কাজটা চ্যালেঞ্জের জানেন হেসন, তবে চ্যালেঞ্জ উতরাতেও চান, ‘নতুন দায়িত্বে যারপরনাই খুশি। আমি বিশ্বাস করি পাকিস্তান ক্রিকেটে দারুণ কিছু ভূমিকা রাখব। সাদা বলের আধুনিক ক্রিকেট খেলতে হবে যা হতে হবে সফল এবং থাকতে হবে জয়ের ধারা। এমন ক্রিকেট আনতে হবে যা ভক্তদের দলকে সমর্থন করার জন্য অনুপ্রাণিত করতে পারে। আমি খুশি, কিন্তু এটাও জানি যে এটি চ্যালেঞ্জিং হবে।’ বাংলাদেশের বিপক্ষে দুটি ভেন্যুতে পাঁচটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্মতিতে সেটি কমে গেছে তিন ম্যাচে। ভেন্যুও বাদ পড়েছে একটি। পরিবর্তিত সিরিজে ২৮ তারিখে প্রথম টি-টোয়েন্টি। সালমান আলী আগাদের বিপক্ষে লিটন ব্রিগেডের পরের দুটি ম্যাচ ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। ঈদের আগে সিরিজ শেষ করার তাড়া ছিল দুই বোর্ডের। তাই কমে এসেছে ম্যাচ।