বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

২১ মে, ২০২৫ | ১১:০০ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্কেল কাজী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কেল কাজী কুমরুল গ্রামের মৃত তাহের কাজীর ছেলে। জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, মঙ্গলবার রাতে নিজের বাড়িতে ছিলেন আক্কেল কাজী। ওই সময় বজ্রবৃষ্টি শুরু হলে টেলিভিশনের ডিশের তার খুলে রাখেন তিনি। বৃষ্টি থামলে ফের ডিশের লাইন লাগাতে যান আক্কেল আলী। ওই সময় অসাবধনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান আক্কেল আলী। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।