শহিদকন্যা ধর্ষণ, আলোচিত আসামি ইমরান মুন্সী গ্রেফতার

পটুয়াখালীর দুমকিতে শহিদকন্যা ধর্ষণের ঘটনার অন্যতম হোতা ও আলোচিত আসামি ইমরান মুন্সীকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকাল ৫টায় বরিশালের এয়ারপোর্ট থানাধীন কাশিপুরের ইছাকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। এর আগে ইমরান মুন্সী দীর্ঘ সময় ধরে পালিয়ে ছিল। এদিকে এ মামলায় শুরুতে ইমরান মুন্সীকে আসামি করেননি ভুক্তভোগী। তবে তদন্ত ও অন্য আসামিদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ইমরানের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আসামি হিসেবে যুক্ত করেছে পুলিশ। অনুসন্ধানে ইমরানের যুক্ত থাকার তথ্য পাওয়া যায়। এ নিয়ে গত ২৮ এপ্রিল যুগান্তরের প্রথম পাতায় ‘সংঘবদ্ধ ধর্ষণের নেপথ্যে বয়ফ্রেন্ড ও সহপাঠীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ইমরান মুন্সীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাবা জুলাই শহিদ জসীম উদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি একই ইউনিয়নের আলগী গ্রামে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। পরে গত ২৬ এপ্রিল রাত ৯টায় ঢাকার শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে আত্মহত্যা করেন তিনি।