‘র্যাংকিংয়ে দশে নেমে যাওয়া ভালো লক্ষণ নয়’

বাংলাদেশ আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে নেমে গেছে ১০ নম্বরে। ২০০৬ সালে সবশেষ র্যাংকিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। প্রায় ১৯ বছর পর আবারও র্যাংকিংয়ে বাংলাদেশের অবনমনে উৎকণ্ঠিত ক্রিকেট সংশ্লিষ্টরা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে র্যাংকিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে। হাতে সময় থাকলেও বাংলাদেশের পারফরম্যান্স ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার বিশ্বকাপ হবে ১৪ দলের। সবশেষ দুই বিশ্বকাপ হয়েছে ১০ দলের। তবে র্যাংকিংয়ে শীর্ষ আটের মধ্যে না থাকতে পারলে বাংলাদেশকে বাছাইপর্বের বাধা টপকাতে হবে। দুই সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার ও হান্নান সরকার মনে করেন, এখনই পরিকল্পনা করতে হবে। “সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে বাংলাদেশকে শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে। সম্প্রতি পারফরম্যান্স মোটেই ভালো না। র্যাংকিংয়ে দশে নামাটা ভালো লক্ষণ নয়। হাবিবুল বাশার, সাবেক বাংলাদেশি ক্রিকেটার” হাবিবুল বাশার বলেন, ‘সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে বাংলাদেশকে শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে। সম্প্রতি পারফরম্যান্স মোটেই ভালো না। র্যাংকিংয়ে দশে নামাটা ভালো লক্ষণ নয়। এখান থেকে আরও পিছিয়ে গেলে খুবই কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য।’ তিনি যোগ করেন, ‘১২ মাসে মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এখনই সাবধান হতে হবে। এই অবস্থা থেকে উত্তীর্ণ হতে না পারলে কঠিন পরিস্থিতি তৈরি হবে।’ হান্নান সরকার বলেন, ‘ভালো ক্রিকেট খেলার কোনো বিকল্প নেই। আমরা এখন ভালো জায়গায় নেই। দল স্থিতি অবস্থায় নেই। বেশ কয়েকজন ক্রিকেটার অবসরে চলে যাওয়ায় কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে। একটা দলে স্থিতিতে আনতে হলে সময় দরকার। পারফরমারদের তুলে আনতে হবে। যারা ধারাবাহিকতা ধরে রেখে দলে জায়গা করে নেবে, এমন ক্রিকেটারদের দরকার। এক্ষেত্রে নির্বাচকদের ভূমিকা আছে। সব কিছুই পরিকল্পনার মধ্যে এনে এগোতে হবে।’