শ্রীপুরে চেয়ারম্যান ও আ.লীগ নেতা শাহীন গ্রেফতার
৮ মে, ২০২৫ | ১০:৩৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

গাজীপুরের শ্রীপুরে গোসিংগা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোসিঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল এ বিষয়ে নিশ্চিত করেছেন। গ্রেফতার সাইদুর রহমান শাহীন (৪৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বুধবার দুপুরে উপজেলার গোসিঙ্গা বাজারে অভিযান পরিচালনা করে ইউপি চেয়ারম্যান সাইদুল রহমান শাহীনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।