ইসরাইলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন

৫ মে, ২০২৫ | ১০:২৭ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের নিকট ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন করা হয়েছে। জরুরি পরিস্থিতিকে সেটিকে আবুধাবিতে অবতরণ করে। এই ঘটনার পরপরই প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবগামী সব ফ্লাইট ৬ মে ২০২৫ পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দিল্লি থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট এআই১৩৯, যা একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ, তেল আবিবে পৌঁছানোর এক ঘণ্টারও কম সময় আগে দিক পরিবর্তন করে। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ অনুসারে, ওই সময় উড়োজাহাজটি জর্ডানের আকাশসীমা অতিক্রম করছিল। ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সেটি ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের নিকটবর্তী এলাকায় আঘাত হানে। এ ঘটনায় জরুরি সতর্কতা জারি করা হয় এবং সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘৩ মে ২০২৫ তারিখে দিল্লি থেকে তেল আবিবগামী আমাদের ফ্লাইট এআই১৩৯-কে বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ঘটনার কারণে আবুধাবিতে অবতরণ করানো হয়েছে। উড়োজাহাজটি স্বাভাবিকভাবেই আবুধাবিতে অবতরণ করেছে এবং দ্রুতই দিল্লিতে ফিরিয়ে আনা হবে। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের তেল আবিবগামী সব ফ্লাইট ৬ মে ২০২৫ পর্যন্ত স্থগিত থাকবে।’ প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যাত্রীদের সহায়তা দিতে তাদের স্থলকর্মীরা কাজ করছেন এবং যাত্রাপথ পরিবর্তনসহ বিকল্প ব্যবস্থা করে দিচ্ছেন। এ ছাড়াও, এয়ার ইন্ডিয়া বিশেষ ছাড় নীতির ঘোষণা দিয়েছে, যাতে বলা হয়েছে, ‘৩ থেকে ৬ মে ২০২৫-এর মধ্যে যাদের যাত্রার তারিখ রয়েছে, তারা একবারের জন্য ফ্লাইট পুনঃনির্ধারণ করতে পারবেন অথবা সম্পূর্ণ টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। আমরা আবারও জানাতে চাই, এয়ার ইন্ডিয়ার কাছে যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই সর্বাগ্রে।’ এদিকে, একইদিন তেল আবিব থেকে দিল্লিগামী ফিরতি ফ্লাইটটিও বাতিল করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।