বাঘায় পুকুরে ডুবে নামের এক বৃদ্ধার মৃত্যু
১৯ এপ্রিল, ২০২৫ | ১১:২৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

রাজশাহীর বাঘায় পুকুরে ডুবে সাহারা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আলাইপুর মহাজনপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। মৃত সাহারা বেগম ওই গ্রামের চেরু প্রামানিকের স্ত্রী। সাহারা বেগমের চাচাতো ভাই শরিফুল ইসলাম বলেন, বাড়ির পাশে খুদু প্রামানিকের পুকুরে গোসল করতে যায় আমার বোন। বয়সের কারণে তার শারীরিক সমস্যা ছিল। পুকুরের পানিতে ডুবে তিনি মারা যান। বিকাল সাড়ে ৫টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।