রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে যারা চাঁদাবাজি করে, তারা মানবতার দুশমন

রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে যারা চাঁদাবাজি করে, তারা মানবতার দুশমন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রোববার দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় পবিত্র রমজান মাস উপলক্ষে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, ‘তারা কিছু রাজনৈতিক দলের গুন্ডা-পান্ডা। এরা মানবতার বিরোধী, মানবতার দুশমন। রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে যারা চাঁদাবাজি করে-তাদের চাইতে বড় মানবতার দুশমন আল্লাহর জমিনে আর নেই।’ রাজনীতির নামে জনগণকে ভোগান্তি দেওয়ার সমালোচনাও করেন তিনি। মহানগরী মজলিসে শুরা সদস্য ও উত্তরা মডেল থানা আমির অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জননেতা অধ্যক্ষ আশরাফুল হক। উপস্থিত ছিলেন- ১ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী মাহফুজুর রহমান, উত্তরা মডেল থানার নায়েবে আমীর হারুনুর রশীদ তারেক, তুরাগ মধ্য থানা নায়েবে আমীর কামরুল হাসান প্রমুখ। এদিকে জামায়াতের আমিরে ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মধ্যে রমজান ফুড প্যাকেট বিতরণ সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা মহানগরী উত্তর আয়োজিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সেলিম উদ্দিন। ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরে সভাপতি মাওলানা মো. মুহিব্বুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম। আরও বক্তব্য রাখেন মহানগরীর সহ-সভাপতি মো. মিজানুল হক,গাজী মাহবুব উল আলম, সহসাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান পান্না, আবুল কালাম পাঠান, মিজানুর রহমান প্রমুখ।