রাজি ডিয়াজ, জিম রাজি হলেই হবে ‘দ্য মাস্কের’ সিকুয়েল

২১ জানুয়ারি, ২০২৫ | ৮:০১ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

৯০ দশকের সাড়া জাগানো সিনেমা দ্য মাস্ক। জিম ক্যারি ও ক্যামেরন ডিয়াজের সিনেমাটি দর্শকের মনে জায়গা করে নেয়। এবার আসতে পারে দ্য মাস্কের সিকুয়েল। এ জন্য রাজি অভিনেত্রী ডিয়াজ। শুধু অভিনেতা জিম রাজি হলেই হতে পারে সিনেমাটি। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, বড় পর্দা থেকে এক দশকের মতো সময় ধরে অবসরে রয়েছেন ডিয়াজ। এবার তিনি অবসর ভেঙে বড় পর্দায় ফিরেতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি দ্য মাস্কের সিকুয়েলের বিষয়েও কথা বলেছেন। ডিয়াজ বলেন, যদি জিম রাজি থাকে তাহলে সিকুয়েলে যুক্ত হবো। নব্বই দশকের শুরুর দিকে ডিয়াজ ছিলেন একজন উঠতি অভিনেত্রী। তেমন পরিচিতি ছিল না তার। তবে, দ্য মাস্কের পর সবাই তাকে চিনতে শুরু করেন। মূলত, ডিয়াজকে স্টার খেতাব দেওয়ার পেছনে ছিলেন জিম ক্যারি। দ্য মাস্ক সিনেমায় জিমের বিপরীতে কাজ করেন ডিয়াজ। সিনেমাটিতে নাইটক্লাবের সংগীত শিল্পী হিসেবে কাজ করা ডিয়াজের চরিত্রের নাম থাকে টিনা কারলাইল।