এবার মহাকাশে বাঁধ নির্মাণ করবে চীন

১৩ জানুয়ারি, ২০২৫ | ৭:১৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণকারী চীন, সৌরশক্তিকে কাজে লাগাতে আরেকটি মেগা প্রকল্প ঘোষণা করেছে। ড্রাগন নতুন উদ্যোগের নাম দিয়েছে ‘থ্রি গর্জেস ড্যাম প্রজেক্ট ইন স্পেস’। এর ব্লুপ্রিন্ট ডিজাইন করেছেন চীনের বিখ্যাত রকেট বিজ্ঞানী লং লেহাও। এই প্রকল্পের অধীনে, এক কিলোমিটার প্রশস্ত একটি বিশাল সৌর প্যানেল ভূ-স্থির কক্ষপথে স্থাপন করা হবে, যা পৃথিবী থেকে ৩৬,০০০ কিলোমিটার উপরে অবস্থিত। এই প্যানেল ক্রমাগত সৌর শক্তি সংগ্রহ করবে। মজার বিষয় হল, দিন রাতের চক্র বা আবহাওয়া পরিস্থিতি প্যানেলকে সৌর শক্তি সংগ্রহ থেকে প্রভাবিত করবে না। লং এই প্রকল্পের শক্তিকে চীনের থ্রি গর্জেস বাঁধের সাথে তুলনা করেছে, যা প্রতি বছর প্রায় ১০০ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। উল্লেখযোগ্যভাবে, ইয়াংজি নদীর উপর থ্রি গর্জেস বাঁধটি এত বড় যে আমেরিকান মহাকাশ সংস্থা নাসা দাবি করেছে যে এটি পৃথিবীর ঘূর্ণন গতিকে প্রভাবিত করেছে। সুত্র: ইন্ডিয়া ডটকম