দাড়ি-গোঁফ জুব্বায় ইন্টারনেটে ভাইরাল শামীম ওসমান

১১ জানুয়ারি, ২০২৫ | ৯:২৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

সম্প্রতি বিগত সরকারের আমলের আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দাঁড়ি-গোঁফসহ দেখা যাচ্ছে শামীম ওসমানকে এবং দাবি করা হচ্ছে এটি তার সাম্প্রতিক ছবি। তবে ফ্যাক্ট রিউমর স্ক্যানার বলছে, এই ছবিটি সম্পাদিত এবং বিভ্রান্তিকর। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ছবিটি আসল নয়। এটি ২০২২ সালে মদিনায় হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সময় তোলা শামীম ওসমানের একটি পুরোনো ছবি। ওই ছবিতে কোনো দাঁড়ি-গোঁফ ছিল না। কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে ছবিটিতে দাঁড়ি-গোঁফ যুক্ত করা হয়েছে এবং সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে।