কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৪ ফেরি

৬ জানুয়ারি, ২০২৫ | ৯:২১ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকে আছে চিত্রা, ধানসিঁড়ি, খানজাহান আলী ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের চারটি ফেরি। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৬টা ১০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী। বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আর মাঝনদীতে আটকে আছে চারটি ফেরি। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় এ নৌপথে ফেরি চলাচল শুরু হবে।