ভেড়ামারায় ১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
৫ জানুয়ারি, ২০২৫ | ৭:৫১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার
কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৫ জানুয়ারি) কুষ্টিয়ার ভেড়ামারা পুলিশের এক বিশেষ অভিযানে ভেড়ামারা থানাধীন কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্প এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১২ বোতল ফেনসিডিলসহ মোঃ মোমিন হোসেন (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আটককৃত মোঃ মোমিন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ (বকশীপাড়া) এলাকার মোঃ মনিরুল ইসলমের ছেলে । এ বিষয়ে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।