৮২ প্রকৌশলী নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন, রুল

৮২ প্রকৌশলী নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন, রুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৭:০০ 21 ভিউ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৮২ জন প্রকৌশলীর নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও গ্রহণযোগ্য ত্রুটিপূর্ণ ছিল বলে অভিযোগ মিলেছে। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। সংক্ষুব্ধ এক ব্যক্তির রিট মামলায় উচ্চ আদালত নিয়োগের বৈধতার বিষয়ে জানতে রুল জারি করেছেন এবং ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। রুলে এলজিইডি, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ২০০৬ সালের ১২ ডিসেম্বর দৈনিক ইনকিলাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার। একই বছরের ২১ ডিসেম্বর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে একই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিজ্ঞপ্তির সূত্রে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ছয় বছর পর অর্থাৎ ২০১২ সালের মার্চে নিয়োগ পরীক্ষা নেয়। দীর্ঘ সময় পর পরীক্ষা নিলেও পিএসসি অধিকতর প্রতিযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে কোনো পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করেনি। এতে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো থেকে হাজার হাজার প্রকৌশলী পাশ করে বের হলেও তারা ওই পদে প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হন। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে প্রকৌশলী বিভাগ থেকে পাশ করা একজন চাকরিপ্রত্যাশী আইনগত প্রতিকার চেয়ে চলতি বছর ৮ মে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে রিট করেন। রিট পিটিশনটি আমলে নিয়ে হাইকোর্ট ৮২ জন প্রকৌশলীর নিয়োগ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন বাতিলে কারণ দর্শানোর রুল জারি করেন। ২৪ জুন হাইকোর্টের দেওয়া আদেশে বলা হয়, ২০১৩ সালের ১০ জুন, ২০১৩ সালের ১৬ আগস্ট এবং ২০১৬ সালের ২৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ তিনটি প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে ছয় মাসের মধ্যে রিট পিটিশনারের লিখিত আবেদন আইনগতভাবে নিষ্পত্তি করার আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলজিইডির ৮২ জন প্রকৌশলী নিয়োগের পরীক্ষা ২০১২ সালে হয়। এর বিজ্ঞপ্তি ২০০৬ সালে প্রকাশ করা হয়। দীর্ঘ ছয় বছর পর পিএসসি যখন নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করে, তখন ওই সময়ের মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০ হাজার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী পাশ করেন। তাদের সুকৌশলে বঞ্চিত করা হয়েছে। অস্বচ্ছ এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পিএসসির অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আর্থিক লেনদেনের কথাও চাউর রয়েছে। ওই বছর গোপনে বাস্তবায়িত নিয়োগ পরীক্ষায় প্রতি পদের বিপরীতে মাত্র তিনজন প্রার্থী অংশগ্রহণ করেন। অথচ পরীক্ষায় ১৫৪টি শূন্যপদের বিপরীতে আবেদন ছিল ১ হাজার ৫১৮টি। লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৫২ জন এবং ১৬২ জন উত্তীর্ণ হন। আর মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ১২৭ জনই কৃতকার্য হন। ওই সময় পিএসসি ৭৮ জনকে নিয়োগ দেওয়ার জন্য একটি প্যানেল তৈরি করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিএসসির সুপারিশ এবং সরকারের বিভিন্ন এজেন্ট অর্থাৎ পুলিশ ও এনএসআই ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পর ২০১৩ সালে ৫২ জন প্রকৌশলী যোগদান করেন। অভিযোগ, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে পিএসসি গঠিত প্যানেলের মেয়াদ শেষ হওয়ার সাড়ে তিন বছর পর ২০১৬ সালের ১৬ আগস্ট ২৬ জন এবং একই বছরের ২৭ ডিসেম্বর পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়। প্যানেলের সুপারিশপত্রে উল্লেখ রয়েছে-এক বছরের মধ্যে কোনো পদ শূন্য হলে প্যানেলভুক্তদের মধ্য থেকে শূন্যপদ পূরণ করা যাবে। এ অনিয়মে পিএসসি এবং এলজিইডি সিন্ডিকেটের যোগসাজশের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত। এ প্রসঙ্গে রিটকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, এলজিইডির ওই নিয়োগে তিনিও আবেদন করতে পারতেন যদি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতো। দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুনঃবিজ্ঞপ্তি না দিয়ে গোপনে পরীক্ষা নেওয়ায় তিনিসহ অন্যরা অংশ নিতে পারেননি। তিনি জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে নিজ দলের লোক নিয়োগ দিতে অতি গোপনে পরীক্ষা গ্রহণ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পিএসসির মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও সেসময় ফ্যাসিস্টদের ইচ্ছামতো কাজ করেছে। সেসময় বিচার বিভাগও ফ্যাসিস্টদের কথায় চলত। এজন্য সে সময় আদালতের আশ্রয়ও তিনি চাননি। এখন নতুন বাংলাদেশ, মানুষের প্রতিকার চাওয়ার সুযোগ মিলেছে। এজন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তার উদ্দেশ্য-অপকর্মকারীরা শাস্তি পাক। এ বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদীর বক্তব্য নিতে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল করে এবং খুদে বার্তা (এসএমএস) পাঠালেও কোনো সাড়া মেলেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা শ্রদ্ধা–ভালোবাসায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ যেভাবে প্রশ্ন করা যাবে হোয়াটসঅ্যাপে! বর্তমান শিক্ষাব্যবস্থা সত্যবিরোধী, চিন্তা করতে শেখায় না : ড. সলিমুল্লাহ খান হাদিস: ইসলামী জীবনের পথনির্দেশ ক্রীড়াঙ্গনে সুশাসন প্রতিষ্ঠায় কঠোর হচ্ছে সরকার মুগ্ধ প্রিয়াঙ্কা মুক্তির অপেক্ষায় পবণ কল্যাণের ‘হরি হারা বীরা মালু’ ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার গাজায় শিশুদের ভয়ংকর পেরেকভর্তি নতুন বোমা দিয়ে মারছে ইসরায়েল মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল ফুটবলে দর্শক পাওয়া যেত না, এখন টিকিট পাওয়া যাচ্ছে না ৫৪ বছর ধরে রশি টেনে ডিঙি নৌকায় নদী পারাপার সাইবার জালিয়াতি ঠেকিয়ে বাংলাদেশ ব্যাংক সম্মাননা পেল শ্রীলঙ্কার ব্যাংকের কর্মকর্তারা