ফেনীর বন্যা ঠেকাতে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

ফেনীর বন্যা ঠেকাতে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ১০:৫৫ 22 ভিউ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ফেনীর বন্যা মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে মুহুরি নদীতে বেড়িবাঁধ নির্মাণে ৭ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ফেনীতে বন্যার সমস্যা অনেকাংশে কমে আসবে। তা ছাড়া ফেনীর বন্যা সমস্যা নিয়ে আলোচনায় প্রাপ্ত অভিযোগ উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করা হবে। শনিবার (১২ জুলাই) সকালে বন্যাকবলিত ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরি নদীর বেড়িবাঁধ পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। এর আগে তিনি উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ ও আজমীরি বেগম উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং বন্যাকবলিত মানুষের সঙ্গে কথা বলেন। এসময় ফারুক-ই-আজম বলেন, প্রাকৃতিক দুর্যোগজনিত সংকটের দায় আমাদের নয়। এটি বৈশ্বিক জলবায়ুজনিত সমস্যা। এর জন্য আমাদের ভুগতে হচ্ছে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জেতা যায় না। জলবায়ুর রুদ্ররূপ সমাধানের জন্য সরকারও সক্রিয় রয়েছে। ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনী দিয়ে বাঁধ নির্মাণের বিষয় ভাবছে সরকার— এমনটা জানিয়ে তিনি বলেন, ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ এক নম্বর হতে হবে। যাদের দিয়ে এ কাজটি করা সম্ভব, তাদেরই দেওয়া হবে। এটি কোনো ছোটখাটো কাজ নয়, অনেক বড় প্রকল্প। সুতরাং এটির জন্য কারিগরি দক্ষতা থেকে শুরু করে আয়োজন-উদ্যোগ সবকিছুই এক নম্বর হতে হবে। কারণ বারবার এত বড় প্রকল্প নিয়ে কাজ করা যাবে না। প্রস্তাবিত এ বড় প্রকল্প যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যেন প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে সম্পন্ন করেন, তা নিশ্চিত করা হবে। আশ্রয়কেন্দ্র ও দুর্গত এলাকা পরিদর্শনের সময় উপদেষ্টা ফারুক-ই-আজমের সঙ্গে ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন মজুমদার, জেলা ত্রাণ কর্মকর্তা মাহবুব আলম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম, ফুলগাজী থানার ওসি লুৎফর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। সড়কে পানি থাকায় পরশুরাম যেতে পারেননি উপদেষ্টা : ফেনীর তিনটি উপজেলা পরিদর্শনের কথা ছিল উপদেষ্টা ফারুক-ই-আজমের। ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুপুর ১২টার দিকে তিনি সার্কিট হাউসে ফিরে যান। পরশুরামে বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। বন্যার উৎপত্তিস্থল পরশুরাম, অথচ সেই ক্ষতিগ্রস্ত পরশুরাম উপজেলা পরিদর্শন না করে উপদেষ্টা ফিরে যাওয়ায় ক্ষতিগ্রস্ত বানভাসিরা দুঃখ পেয়েছেন। তবে সড়কে পানি থানায় উপদেষ্টা পরশুরাম যেতে পারেননি বলে জানিয়েছেন তার সফরসঙ্গী থাকা ত্রাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। উপজেলার নিজ কালিকাপুর গ্রামের বাসিন্দা মো. মামুন উদ্দিন বলেন, বন্যার উৎপত্তিস্থল পরশুরাম। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই আবারও বন্যা দেখা দেওয়ায় লন্ডভন্ড হয়ে গেছে গোটা উপজেলা। ফেনী জেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরশুরাম। উপদেষ্টার আগমন উপলক্ষে স্থানীয়দের মধ্যে আশার আলো দেখা দিলেও তিনি পরশুরামে না আসায় বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ চরম হতাশ হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা শ্রদ্ধা–ভালোবাসায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ যেভাবে প্রশ্ন করা যাবে হোয়াটসঅ্যাপে! বর্তমান শিক্ষাব্যবস্থা সত্যবিরোধী, চিন্তা করতে শেখায় না : ড. সলিমুল্লাহ খান হাদিস: ইসলামী জীবনের পথনির্দেশ ক্রীড়াঙ্গনে সুশাসন প্রতিষ্ঠায় কঠোর হচ্ছে সরকার মুগ্ধ প্রিয়াঙ্কা মুক্তির অপেক্ষায় পবণ কল্যাণের ‘হরি হারা বীরা মালু’ ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার গাজায় শিশুদের ভয়ংকর পেরেকভর্তি নতুন বোমা দিয়ে মারছে ইসরায়েল মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল ফুটবলে দর্শক পাওয়া যেত না, এখন টিকিট পাওয়া যাচ্ছে না ৫৪ বছর ধরে রশি টেনে ডিঙি নৌকায় নদী পারাপার সাইবার জালিয়াতি ঠেকিয়ে বাংলাদেশ ব্যাংক সম্মাননা পেল শ্রীলঙ্কার ব্যাংকের কর্মকর্তারা