সিনেমার আগে ‘মিশন ইম্পসিবল’ ছিল টিভি সিরিজ

সিনেমার আগে ‘মিশন ইম্পসিবল’ ছিল টিভি সিরিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১১:০৭ 35 ভিউ
হলিউডের ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘মিশন ইম্পসিবল’। এই সিরিজরে সর্বশেষ সিনেমা ‘দ্য ফাইনাল রিকনিং’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ২১ মে। ২৩০ থেকে ২৭০ মিলিয়ন বাজেটের এ সিনেমাটি মুক্তির পর এখন পর্যন্ত বিশ্বব্যাপি কালেকশন করেছেন ২২০ মিলিয়ন মার্কিন ডলার। তবে আয়ের দিক থেকে সিরিজের পূর্বের সিনেমা থেকে কিছুটা শ্লথ গতিতে এগুচ্ছে এটি। সময়ের পরিক্রমায় এটিও ব্যবসাসফল সিনেমা হিসাবে বিবেচিত হবে। গুঞ্জন আছে, ‘দ্য ফাইনাল রিকনিং’ই হচ্ছে মিশন ইম্পসিবল সিরিজের শেষ সিনেমা। যদিও এর মূল চরিত্র ইথান হান্টের রূপদাতা টম ক্রুজ এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। সময়ই বলে দেবে, সিরিজের শেষ কোথায়। কিন্তু জানেন কী, সিনেমার পর্দায় টম ক্রুজ আইকনিক হওয়ার অনেক আগে ‘মিশন ইম্পসিবল’ ছিল একটি টিভি সিরিজ! ব্রুস গেলার নির্মিত স্পাই অ্যাকশন টেলিভিশন সিরিজ ‘মিশন ইম্পসিবল’র প্রথম সিজন প্রচার হয় ১৯৬৬ সালে। এরপর আরও ছয়টি সিজন নির্মিত হয়, যার প্রচার হয় ১৯৭৩ সালে শেষ হয়। ১৭০টিরও বেশি পর্ব জুড়ে বিস্তৃত এই টিভি সিরিজের মূল কাহিনী আবর্তিত হয় ইম্পসিবল মিশন ফোর্স (আইএমএফ) নামে পরিচিত একটি অভিজাত গোপন এজেন্ট দল নিয়ে। তাদেরকে বিভিন্ন মিশনে পাঠানো হতো। ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়ে অনৈতিক ব্যবসায়ী, নির্মম অপরাধী, বন্ধুত্বহীন সরকার এবং তৃতীয় বিশ্বের একনায়কদের সঙ্গে মোকাবিলা করতে হয়েছে আইএমএফ’কে। ‘মিশন ইম্পসিবল টিভি সিরিজের একটি আকর্ষণীয় বিষয় ছিল, প্রথম সিজনে ড্যান ব্রিগস (স্টিভেন হিল অভিনীত) নামে একটি চরিত্রের নেতৃত্বে ছিল আইএমএফ। তবে, পরবর্তী ছয় সিজনে প্রধান চরিত্র ছিলেন জিম ফেলপস (পিটার গ্রেভস অভিনীত)। অন্যদিকে, ‘মিশন ইম্পসিবল’ সিনেমায় ইথান হান্ট সর্বদা প্রধান চরিত্র। ‘মিশন ইম্পসিবল’ টিভি সিরিজটি বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরষ্কার জিতেছে। যার মধ্যে রয়েছে আউটস্ট্যান্ডিং ড্রামাটিক সিরিজ বিভাগে একাধিক প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড এবং সেরা টেলিভিশন সিরিজ নাটক বিভাগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। পরবর্তীতে, এই কাল্ট শো টম ক্রুজের অত্যন্ত জনপ্রিয় ‘মিশন ইম্পসিবল’ সিনেমা সিরিজের অনুপ্রেরণা হয়ে ওঠে এবং পরের ঘটনা রীতিমতো ইতিহাস। ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ হচ্ছে সিরিজের অষ্টম সিনেমা। এটি পরিচালনা করেছেন ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞ ক্রিস্টোফার ম্যাককোয়ারি, যিনি সিরিজের সর্বশেষ তিনটি সিনেমাও পরিচালনা করেছেন। এ সিনেমাটি মূলত ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’-এর ধারাবাহিকতা। প্রথম কিস্তিতে দেখানো হয়েছিল ইথান হান্ট (টম ক্রুজ) অন্যান্য আইএমএফ এজেন্টদের সঙ্গে জুটি বেঁধেছিলেন, যাতে একটি মারাত্মক নতুন অস্ত্র ভুল হাতে না পড়ে। ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’-এ গল্প এগিয়েছে ইথান হান্ট এবং তার দল একজন ব্যক্তিকে একটি শক্তিশালী এআই প্রোগ্রাম অর্জন থেকে বিরত রাখার জন্য মরিয়া চেষ্টা করছে, যা বিশ্বব্যাপী সুদূরপ্রসারী পরিণতি ডেকে আনতে পারে। টম ক্রুজ ছাড়াও এ সিনেমায় হেইলি অ্যাটওয়েল, ভিং র‌্যামস, সাইমন পেগ, হেনরি জারনি এবং অ্যাঞ্জেলা বাসেট গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা শ্রদ্ধা–ভালোবাসায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ যেভাবে প্রশ্ন করা যাবে হোয়াটসঅ্যাপে! বর্তমান শিক্ষাব্যবস্থা সত্যবিরোধী, চিন্তা করতে শেখায় না : ড. সলিমুল্লাহ খান হাদিস: ইসলামী জীবনের পথনির্দেশ ক্রীড়াঙ্গনে সুশাসন প্রতিষ্ঠায় কঠোর হচ্ছে সরকার মুগ্ধ প্রিয়াঙ্কা মুক্তির অপেক্ষায় পবণ কল্যাণের ‘হরি হারা বীরা মালু’ ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার গাজায় শিশুদের ভয়ংকর পেরেকভর্তি নতুন বোমা দিয়ে মারছে ইসরায়েল মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল ফুটবলে দর্শক পাওয়া যেত না, এখন টিকিট পাওয়া যাচ্ছে না ৫৪ বছর ধরে রশি টেনে ডিঙি নৌকায় নদী পারাপার সাইবার জালিয়াতি ঠেকিয়ে বাংলাদেশ ব্যাংক সম্মাননা পেল শ্রীলঙ্কার ব্যাংকের কর্মকর্তারা