
নিউজ ডেক্স
আরও খবর

বেনাপোল সীমান্তে সচল পিস্তলসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর নওহাঁটায় স্থাপনের দাবিতে মানববন্ধন ।

ভূরুঙ্গামারীতে ব্যাপরোয়া অটোরিকশা কেরে নিল শিশুর ফাহিম এর প্রাণ

ভূরুঙ্গামারী কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত

যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর ৬ তম রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

বেনাপোলে পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিডিল সহ আটক-২

বেনাপোল স্থলপথে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশিদের ভারত ভ্রমন নিষেধ
সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের জাহিন নিটওয়্যার্সের আগুন

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে জাহিন নিটওয়্যার্স কারখানার চারটি ভবন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ওই কমপ্লেক্সে থাকা ছয়টি ভবনের মধ্যে চারটিতেই আগুন ছড়িয়ে পড়ে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ্ আল আরেফিন জানান।
ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও, বন্দরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কীভাবে সেখানে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “কেউ নিখোঁজ থাকার কোনো তথ্য আমাদের কাছে এখনও নেই। সবগুলো ভবনের আগুন নেভানোর পর ভেতরে ডাম্পিং চলছে। তল্লাশি চালালে প্রকৃত অবস্থা বোঝা যাবে। আমাদের তদন্ত কমিটির কাজ শেষে বলা যাবে আগুন কীভাবে লেগেছে।”
সোনারগাঁও রোডের অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির উল্টো দিকেই জাহিন নিটওয়্যার্স কারখানা কমপ্লেক্স। ভেতরে ছয়টি ভবনে মোট ছয়টি ইউনিট। এর মধ্যে চারটি ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে।
কারখানার শ্রমিকদের সরদার জসিম মিয়া বলেন, শুক্রবার সপ্তাহিক ছুটি, তাই কারখানার বেশিরভাগ ইউনিট বন্ধ ছিল। তবে কয়েকটি ইউনিটে কাজ চলছিল। ভেতরে লোক ছিল অন্যদিনের চেয়ে অনেক কম।
কারখানার ৫ নম্বর ইউনিটের শ্রমিক মাসুম বিল্লাহ বলেন, নিট সেকশন বন্ধ থাকলেও ফিনিশিং ও উভেন সেকশনে কাজ হচ্ছিল। হঠাৎ দেখি উপরের তলায় আগুন জ্বলছে। প্রথমে দ্বিতীয় তলায় আগুন লাগে, এরপর দেখি উপরের দিকে উঠতে থাকে, তারপর ছড়িয়ে পড়ে। আমরা সবাই তখন বেরিয়ে আসছি।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।