সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ৬:৩৮ 12 ভিউ
বাংলাদেশ ক্রিকেটে তিনি এক পরিচিত মুখ—মোহাম্মদ সালাউদ্দিন, যাকে ঘরোয়া ক্রিকেটে অনেকেই ‘গেম রিডিং মাস্টার’ বলে ডাকেন। কিন্তু তাকে ঘিরে সাম্প্রতিক সব আলোচনাই ছিল নেতিবাচক এবার সেই আলোচনার কেন্দ্রে থেকেই এবার নিজেই সরে যাচ্ছেন তিনি। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়তে চান সালাউদ্দিন। এবার সেটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বোর্ড। অর্থাৎ, চলতি নভেম্বরের আয়ারল্যান্ড সিরিজ শেষেই জাতীয় দলের সঙ্গে তার কোচিং অধ্যায়ের ইতি ঘটছে। গত বছরের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। আগেরবার ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই অভিজ্ঞ কোচ। পরের বছর বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও ছিলেন বিশেষজ্ঞ কোচ হিসেবে। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের পর তিনি দায়িত্ব ছাড়তে চেয়েছেন। পদত্যাগপত্র আমরা পেয়েছি এবং তা গ্রহণও করা হয়েছে। এখন অভ্যন্তরীণভাবে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে সন্তোষজনক ছিল না। সিরিজে সিরিজে ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়ছিল স্পষ্টভাবে। এই প্রেক্ষাপটে সোমবারের বোর্ড সভায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এর একদিন না পেরোতেই সামনে আসে সালাউদ্দিনের পদত্যাগের খবর। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে কোচিংয়ের নেপথ্য নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন সালাউদ্দিন। সাকিব, তামিম, মুশফিকদের ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন তাদের অনুপ্রেরণার মানুষ। কিন্তু জাতীয় দলের সাম্প্রতিক দিকহীন ব্যাটিং, কোচিং স্টাফে পরিবর্তন এবং ব্যক্তিগত অগ্রাধিকারের সমন্বয়ে এবার বিদায়ের পথটাই বেছে নিলেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্: প্রকৃতির সান্নিধ্যে বিলাসবহুল অবকাশের নতুন ঠিকানা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত, পুঁজিবাজারে অস্থিরতা রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আজ রাতেই দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা ৬৬, লাখো মানুষ বাস্তুচ্যুত জোহরান মামদানি নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত ইসলামিক সলিডারিটি গেমসে ১৪ গোলের ম্যাচে দুর্দান্ত জয় আফগানদের আফগানিস্তান ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আমাদের মজুদ পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা যায়: ট্রাম্প দীপিকার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে রোনালদোর বিস্ফোরক মন্তব্য এনসিপির এক নেতাকে সাময়িক অব্যাহতি বাজারের ৬০ শতাংশ ফোন অবৈধ, জানুন আপনার ফোনের অবস্থা সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ ভারত দলে সুনীল নেই, স্কোয়াড দিল বাংলাদেশও এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না : সিএমপি কমিশনার লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম, ৭ দিনে দ্বিগুণ পাকিস্তানে মিলল বিশাল স্বর্ণ ভান্ডার, মজুত কতটুকু পরাজয়ের পর যে তত্ত্ব দিলেন ট্রাম্প