
নিউজ ডেক্স
আরও খবর

বেনাপোল সীমান্তে সচল পিস্তলসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর নওহাঁটায় স্থাপনের দাবিতে মানববন্ধন ।

ভূরুঙ্গামারীতে ব্যাপরোয়া অটোরিকশা কেরে নিল শিশুর ফাহিম এর প্রাণ

ভূরুঙ্গামারী কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত

যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর ৬ তম রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

বেনাপোলে পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিডিল সহ আটক-২

বেনাপোল স্থলপথে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশিদের ভারত ভ্রমন নিষেধ
সাতক্ষীরায় প্রকৌশলীর বাড়িতে ডাকাতি

সাতক্ষীরায় লাবসা এলাকায় কাজী আব্দুর রাশীদ নামের এক প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুটসহ প্রায় লক্ষাধিক নগদ টাকা নিয়ে গেছে বলে জানান ওই প্রকৌশলী। সোমবার ভোর রাতে জেলার সদর উপজেলার লাবসা এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটে।
ডাকাতদের ধারালো অস্ত্রাঘাতে প্রকৌশলী আব্দুর রাশীদ(৬৫) সহ তার বৃদ্ধা মা রাহেলা বেগম (৮২) মারাত্মক জখম হয়েছে বলে জানান স্থানীয়রা । এদিকে ঘটনাস্থলে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপারসহ র্যাবের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। প্রকৌশলী কাজী আব্দুর রাশীদ জানান, ভোর ৪ টার দিকে ৬ /৭ জন ডাকাত বাড়ির জানালার গ্রীল ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। প্রথমে তারা আমার বৃদ্ধা মা রাহেলা বেগম কে রাম-দা দিয়ে আঘাত করে। পরে তারা একে একে বাড়ির সবাইকে বেঁধে ফেলে মোবাইল গুলো নিয়ে নেয়। পরবর্তীতে তারা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, ডাকাতদের মুখে কাপড় বাঁধা ছিল বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে। তবে জিনিস পত্র লুট শেষে যাওয়ার সময় তারা আমাদের হুমকি দিয়ে গেছে। বর্তমানে আমরা নিরাপর্তাহীনতায় ভুগেতেছি।
সাতক্ষীরা সদর থানা পরিদর্শক গোলাম কবির জানান, ঘটনাস্থলে পুলিশ ও রাবের কর্মকর্তারা রয়েছেন। এ ঘটনা যারাই ঘটিয়ে থাকুক না কেন তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। রিপোট লেখা পর্যান্ত এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন ছিল।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।