
নিউজ ডেক্স
আরও খবর

কলম্বোতে কারফিউ জারি

টিকে থাকার লড়াইয়ে ছক্কা হাকাতে পারবেন ইমরান খান?

এবার ইয়েমেনে পাল্টা হামলা চালাল সৌদি জোট

সাড়ে ১১ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে মোদি সরকার

ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়েছে জার্মানি

ইউরোপের গ্যাসের চাহিদা সত্যিই কি মেটাতে পারবে যুক্তরাষ্ট্র?

ইউক্রেনে এবার গম-ভুট্টা চাষ হবে কিনা সন্দেহ!
শোরুমে অপমান, ১০ লাখের গাড়ি কিনে জবাব দিলেন কৃষক

সাধারণ বেশভূষায় গাড়ি কিনতে শোরুমে গিয়েছিলেন এক কৃষক। সেখানে তাকে সাধারণ পোশাকের জন্য কটূক্তি করেন শোরুমের এক কর্মী। শুধু তাই নয়, এটা কোনো ১০ টাকার সস্তার গাড়ি নয় বলেও ওই কৃষককে অপমান করা হয়।
ভারতের কর্নাটকের এক মাহিন্দ্রা গাড়ির শোরুমে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ওই কৃষক।
তিনি অভিযোগ করেন, শোরুমে তাকে মলিন, সাধারণ পোশাকের জন্য কটূক্তি করেন শোরুম কর্মী। ওই কৃষকের দাবি, তিনি তার কাজের প্রয়োজনে একটি মাহিন্দ্রা বোলেরো পিকআপ ট্রাক কিনতে ওই শোরুমে গিয়েছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, সেলসম্যান তাকে বলেন যে এতজন বন্ধুবান্ধব নিয়ে কেউ গাড়ি কিনতে আসেন না। এতে অপমান বোধ করেন ওই কৃষক। তিনি এক ঘণ্টার মধ্যে ১০ লাখ টাকা জমা করেন। অবিলম্বে গাড়ি ডেলিভারি করার দাবি জানান।
এ ঘটনায় হতবাক হয়ে যান শোরুমের কর্মীরা। তারা ওই কৃষককে জানান, গাড়িটি তিন দিনের মধ্যে ডেলিভারি করা হবে। এরপর শোরুম থেকে বের হয়ে যান তিনি।
তারপর তিনি যান সংশ্লিষ্ট তিলকনগর থানা। সেখানে ওই কর্মীদের বিরুদ্ধে অভদ্র আচরণ এবং কটূক্তির অভিযোগ করেন। অবশ্য শোরুমের সেলসম্যান এবং অন্যান্য কর্মচারীরা পরে তার কাছে ক্ষমা চেয়েছে। তাকে একটি হাতে লেখা ক্ষমাপ্রার্থনা-পত্রও পাঠানো হয়। ক্ষমা চাওয়ার পর সৌহার্দ্যপূর্ণভাবে এর নিষ্পত্তি করে পুলিশ।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।