
নিউজ ডেক্স
আরও খবর

ইবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ২০

ঢাবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের নির্যাতন আতঙ্কে শিক্ষার্থীরা

একুশের আলপনায় সেজেছে জবির ক্যাম্পাস

শিক্ষামন্ত্রীর আশ্বাসে শাবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন একদিনের জন্য স্থগিত

অঞ্জলিতে বিদ্যাদেবীর আরাধনা

রাবিতে নিহতের ঘটনায় ৫টি ট্রাক ও নির্মান সামগ্রী পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা
রাজশাহীতে অহরহ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীদের প্রতিবাদ

রা:বি: ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এই প্রতিবাদ জানানো হয় ।
কর্মসূচিতে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনে প্রক্টরিয়াল বডি রয়েছে। তাদের দায়িত্ব ক্যাম্পাস ও আশপাশে কোনো শিক্ষার্থীর নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেটা দেখা। কিন্তু ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় প্রক্টরিয়াল বডির দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে । এত পুলিশ, এত গোয়েন্দা সংস্থার ব্যক্তি ক্যাম্পাসে ক্রিয়াশীল থাকা সত্তেও ভিসির বাস ভবনের সামনে ছিনতাই হচ্ছে। এটি সবচেয়ে অপ্রীতিকর।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর । তিনি বলেন, ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। অথচ প্রক্টরিয়াল বডি কোনো সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ফলে দিন দিন ক্যাম্পাস দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। কয়েক দিন পরপর ক্যাম্পাসে এ ধরণের ঘটনা ঘটছে।
যার ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় মোড়ে মোড়ে সিসি ক্যামেরা, পুলিশ টিম তারপরেও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। যা খুবই দু:খজনক। অতি দ্রুত ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি করছি।
আমানুল্লাহ আমানের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষর্থী মাহমুদুল হাসান ও তানভির আহমেদ। এসময় বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।