রাজনৈতিক ইস্যুতে বিভক্ত শিল্পীসমাজ

রাজনৈতিক ইস্যুতে বিভক্ত শিল্পীসমাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১১:১৩ 37 ভিউ
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ১৮ মে থাইল্যান্ড যাবার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরবর্তীতে তাকে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পর তোলা হয় আদালতে। আদালত তাকে পাঠিয়ে দেন কারাগারে। এরপর ২০ মে জামিন হয় তার। তাকে গ্রেফতার করার কারণ, তার বিরুদ্ধে গৃহিত মামলা। অভিযোগ, জুলাইবিপ্লবে ছাত্র-জনতা হত্যায় স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের সঙ্গে নুসরাত ফারিয়াও জড়িত। অবশ্য তার বিরুদ্ধে এমন অভিযোগ আসা অস্বাভাবিক কিছু নয়। কারণ শেখ হাসিনার শাসনামলে হাসিনা তোষণে ব্যস্ত ছিলেন এ নায়িকা। বলেছেন, ‘প্রত্যেক মেয়ের মধ্যে একজন করে শেখ হাসিনা আছেন’। এদিকে নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পর সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন শিল্পীদের একাংশ। তবে একটি পক্ষ বলছে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে বা অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। শিল্পী হলেই যে আইন তাকে ছাড় দিবে বিষয়টি এমনও নয়। শুধু তাই নয়, ফারিয়ার আগেও রাজনৈতিক মামলা হামলায় পড়েছেন এমন অনেক শিল্পী রয়েছেন। যারা গত ১৬ বছর আওয়ামী সরকারের তোষামোদী করে এসেছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা। তার পলায়নের পর থেকেই আওয়ামী ঘনিষ্ট শিল্পীরা পড়েছেন বিপাকে। অনেকেই আত্মগোপনে চলে যান, কেউবা পালিয়ে গেছেন বিদেশে। আন্দোলন পরবর্তী অনেকের নামে হয়েছে মামলা। ছাত্র-জনতার আন্দোলনকালীন শিল্পীদের মধ্যে কেউ কেউ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নেমেছিলেন রাজপথে। আজ তারা বাহ্বা পেলেও, বিপাকে পড়েছেন হাসিনার আশ্রয়ে থাকা শিল্পীরা। তাদের নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, তেমনি আজ তারা বঞ্চিত হচ্ছেন শোবিজ অঙ্গনে কাজ করা থেকেও। শুধু তাই নয়, আন্দোলনের পক্ষের শিল্পীদের অনেকেই সেসব শিল্পীদের সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করছেন। রাজনৈতিক মারপ্যাচে আওয়ামী ঘনিষ্ট শিল্পীরা পড়ছেন জনতার রোষানলে। শিল্পীদের এমন দুর্ভোগে সামাজিক মাধ্যমে শিল্পী সমাজের একাংশ প্রতিবাদ করলেও, কেউ কেউ রয়েছেন মুখে কুলুপ এঁটে। কারণ, রাজনৈতিক সুবিধাভোগী শিল্পীরা আজ তাদের কর্মের ফল ভোগ করছেন বলেই তাদের মন্তব্য। তাদের মতে, যারা আজ রাজনৈতিক মামলা, হামলার শিকার হচ্ছেন তারা শুধু শিল্পী নয়, রাজনৈতিক সুবিধা নিয়ে নির্দিষ্ট একটি দলের কর্মী হয়েই কাজ করেছেন। তাই ক্ষমতার পালাবদলে আজ তাদের সে হিসাব দেয়া লাগবে এটাই স্বাভাবিক। রাজনৈতিক প্রতিহিংসায় মতাদর্শের পার্থক্যকে কেন্দ্র করে বিগত আওয়ামী সরকারের আমলে কালো তালিকাভুক্ত রাখা হয়েছিল অনেক শিল্পীকে। এটিকেও উদাহরণ হিসাবে তুলে ধরছেন অনেকে। এদিকে সরকার পতনের পর নতুন করে আলোচনায় আসেন ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করা দু’জন শিল্পী। যাদের মধ্যে রয়েছেন শেখ মুজিবের চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ ও শেখ হাসিনা চরিত্রের অভিনয় করা নুসরাত ফারিয়া। দু’জনেই তৎকালীন সরকার থেকে এ সিনেমায় অভিনয়ের জন্য বেশ সুযোগ সুবিধাও নিয়েছেন বলে জানা গেছে। আরিফিন শুভ তো প্লটও উপহার পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। আন্দোলন পরবর্তী শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্ধ দেওয়া রাজউকের সেই প্লট বাতিল করা হয়েছে। এ দুজন ছাড়াও আলোচনায় আসেন এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা (শেখ ফজিলাতুন্নেছা), সাবিলা নূর (শেখ রেহানা), চঞ্চল চৌধুরী (শেখ লুতফর রহমান) প্রমুখ। এ সিনেমাসহ আওয়ামী তোষামোদির জন্য এসব শিল্পীদেরও সামাজিক মাধ্যমে পড়তে হয়েছে সমালোচনার মুখে। নমিনেশন চাওয়া এবং এমপি হওয়া নিয়েও বিপাকে অপু বিশ্বাস এবং ফেরদৌস। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শক করা, হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁস হওয়া এবং গণবিক্ষোভকে উপেক্ষা করে আওয়ামী লীগ সরকারের পক্ষে ছোটপর্দায় শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের অবস্থান নেওয়ার কারণে শিল্পীদের একাংশ বৈরি পরিস্থিতির মুখোমুখিও হয়েছেন। ছাত্র-জনতার প্রাণহানির ঘটনায় নিরব থাকায় অনেকেই রোষানলে পড়েছেন, আবার অনেকের বিরুদ্ধেই শাস্তির দাবিও উঠেছে। এমতাবস্তায় দেশের শোবিজ অঙ্গনে এখনও বিরাজ করছে অস্থির অবস্থা। শিল্পীদের এ বিভাজন কাজের পরিবেশ নস্ট করছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ ছক্কায় যুক্তরাষ্ট্রে ম্যাক্সওয়েলের ‘তাণ্ডব’ সব ছেড়ে আধ্যাত্মিকতায় জ্যাকুলিন, কে দেখালেন আলোর দিশা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কোন কাজটি করেন আমির ‘হুঁশিয়ারির সময় শেষ, এবার শাস্তির পালা’: ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি নেতানিয়াহুকে চুরি হয়ে যাচ্ছে নতুন ভবনের মালামাল সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু বিদেশে গেল না আম, হতাশ ব্যবসায়ীরা ভিন্নমত প্রকাশকে ‘নিরাপত্তা হুমকি’ দেখত হাসিনার সরকার সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া ইসরাইলের আকাশসীমা দখলে নেওয়ার দাবি ইরানের এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক? শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে প্রথম দিনটা বাংলাদেশের ধ্বংসযজ্ঞে অনড় ইরান-ইসরায়েল তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ঘাটতি বাজেটের অর্থায়নই প্রধান সমস্যা ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা শপথ ছাড়াই ‘নির্দেশনা’ দিচ্ছেন ইশরাক, সরকার নীরব তেহরান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার উদ্যোগ ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার