
নিউজ ডেক্স
আরও খবর

স্বাধীনতা দিবসের র্যালিতে যুবলীগ নেতার মৃত্যু

বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র করছে সরকার: মির্জা ফখরুল

শাহজাহানপুরে সড়কে গুলি, আ.লীগ নেতাসহ নিহত ২

খালেদা জিয়ার নেতৃত্ব চাই না: কাদের সিদ্দিকী

খালেদা জিয়া বাইরে থেকে কী লাভ, প্রশ্ন ডা. জাফরুল্লাহর

বয়স হয়ে গেছে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই : সিইসি

তিন বছরের কমিটিতে ছয় বছর পার
রক্তক্ষয়ী সংঘর্ষের প্রস্তুতি নিতে ভিপি নুরের ‘উসকানি’

দেশে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধাতে ‘উসকানিমূলক’ বক্তব্য দিয়েছেন যুব অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘দেশের যে পরিস্থিতি, তাতে শান্তিপূর্ণ আন্দোলনের পরিত্রাণ হবে না। এজন্য তিনি রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য নেতাকর্মী, সমর্থকসহ সবাইকে প্রস্তুত হতে বলেছেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই উসকানি দেন। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও বিমানের টিকিটের মূল্য কমানোর দাবিতে এ কর্মসূচির আয়োজন করে গণ অধিকার পরিষদ।
দেশে গণতন্ত্র নেই দাবি করে ভিপি নুর বলেন, ‘গণতন্ত্র না থাকায় সুশাসন নেই। আর গণতন্ত্র ফেরাতে সবাইকে একজোট হয়ে নামতে হবে। জনগণ যদি জেগে না ওঠে, জনগণ যদি রাস্তায় নেমে না আসে, জনগণ যদি সম্পৃক্ত না হয়, তাহলে খুব বেশি লাভ নেই। আমাদের কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। যে যেখানে আছেন, সেখান থেকে প্রতিবাদ করতে হবে। অন্যথায় সম্ভব হবে না।’
এই প্রতিবাদ কর্মসূচি রক্তক্ষয়ী হবে জানিয়ে তিনি বলেন, ‘দেশে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্যের সহজ কোনো পরিত্রাণ নেই বাস্তব কথা। রাজপথে রক্ত দেওয়া ছাড়া, রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণ পরিত্রাণ নেই। এরা সব পথ বন্ধ করে দিয়েছে। এরা (আওয়ামী লীগ) জোর করে ক্ষমতায় আছে। কাজেই আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের রাজপথে রক্ত দেওয়ার জন্য নামতে হবে।’
এর আগে গত ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে শিগগিরই দেশের রাষ্ট্রক্ষমতায় পরিবর্তন আসবে বলে বক্তব্য দেন ভিপি নুর। এর চার দিনের মাথায় রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য উসকানিমূলক বক্তব্য দিলেন তিনি।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।