
নিউজ ডেক্স
আরও খবর

‘ততক্ষণ খেলব যতক্ষণ না আমার চেয়ে ভালো কাউকে দেখব’

দক্ষিণ আফ্রিকাকে বড় টার্গেট দিল বাংলাদেশ

সাকিব-ইয়াসিরে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

অবসরের প্রশ্নে এবার যা বললেন শোয়েব মালিক

হঠাৎ মত বদলে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি সাকিব

শেন ওয়ার্নের ‘শতাব্দীর সেরা’ বলের গল্প
‘যে কৌশলে খেলছি, এখন পর্যন্ত সফল’

নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত খেলছে বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টে প্রত্যাশার চেয়েও ভালো খেলছে তারুণ্য নির্ভর বাংলাদেশ দলটি।
স্বাগতিক নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট করে চার ফিফটিতে ৪৫৮ রান করে বাংলাদেশ। ১৩০ রানের লিড নেওয়ার পর বোলিংয়েও দুর্দান্ত টাইগাররা।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানের লিড নিতেই প্রথম সারির ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ দিনের খেলা শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। স্বাগতিকদের লিড ১৭ রান।
৩৭ ও ৬ রানে অপরাজিত আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর ও রাচিন রবিন্দ্র। বুধবার শেষে দিনে স্বীকৃত এই দুই ব্যাটসম্যানের পাশাপাশি টেলেন্ডার ব্যাটারদের দ্রুত সাজঘরে ফেরাতে পারলে জয়ের সুযোগ থাকছে টাইগারদের।
মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শেষে জাতীয় দলের তারকা ব্যাটসম্যান লিটন কুমার দাস বলেন, কাল একেবারেই নতুন দিন। উইকেট খুব একটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। আমাদের চেষ্টা থাকবে যত কম রানে ওদের অলআউট করা যায়। রান তাড়া করা যে খুব সহজ হবে তা না। আমাদের অনেক পরিশ্রম করে ব্যাটিং করতে হবে। আমরা সবাই শান্ত আছি। আমরা যে কৌশলে খেলছি, তাতে এখন পর্যন্ত সফল। এখন চেষ্টা করব সেটা ধরে রাখতে।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।