
নিউজ ডেক্স
আরও খবর

স্বাধীনতা দিবসের র্যালিতে যুবলীগ নেতার মৃত্যু

বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র করছে সরকার: মির্জা ফখরুল

শাহজাহানপুরে সড়কে গুলি, আ.লীগ নেতাসহ নিহত ২

খালেদা জিয়ার নেতৃত্ব চাই না: কাদের সিদ্দিকী

খালেদা জিয়া বাইরে থেকে কী লাভ, প্রশ্ন ডা. জাফরুল্লাহর

বয়স হয়ে গেছে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই : সিইসি

তিন বছরের কমিটিতে ছয় বছর পার
যে কারণে আবারও নৌকা পেলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আবারও ডা. সেলিনা হায়াৎ আইভীর ওপর আস্থা রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ১২ জানুয়ারিতে ওই সিটি নির্বাচনে নৌকার হয়ে ভোটযুদ্ধে লড়বেন তিনি।
শুক্রবার (৩ ডিসেম্বর) আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড নৌকার প্রার্থী হিসেবে দ্বিতীয়বার আইভীকে মনোনীত করে। বোর্ডে উপস্থিত একাধিক নেতা রাতে বলেন, নারায়ণগঞ্জে এই মুহূর্তে সবচেয়ে শক্ত ও পরিচ্ছন্ন প্রার্থী মেয়র আইভী। বিষয়টি বিবেচনায় নিয়েই দ্বিতীয়বার তার ওপর আস্থা রেখেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বৈঠকে উপস্থিত এক সদস্য বলেন, নেত্রী মনে করেন দায়িত্বে থেকে জনপ্রিয়তা ধরে রেখেছেন আইভী।
এই বিষয়ে মেয়র সেলিনা হোসেন আইভী রাতে বলেন, ‘আবারও আমার ওপর আস্থা রাখায় আমি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, আমার কাছে সকল কিছুর উৎস নারায়ণগঞ্জের জনগণ। এই জনগণকে নিয়ে ১৬ জানুয়ারি নির্বাচনে নেত্রীকে বিজয় উপহার দেবো।
কেন্দ্রীয় নেতারা বলেন, নারী রাজনীতি ও জাতীয় রাজনীতিতে আইভী ইতিবাচক ভাবমূর্তি অর্জন করতে পেরেছেন এবং তা ধরে রাখতে পেরেছেন। তাই আবারও নৌকা দেওয়া হয়েছে তাকে। তাছাড়া তিনি সিটিং মেয়র, সুনামের সঙ্গে কাজ করেছেন। নারায়ণগঞ্জের মানুষের কাছেও এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় আইভী।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, নারী রাজনীতি ও জাতীয় রাজনীতির জনপ্রিয় নাম মেয়র সেলিনা হায়াত আইভী। দায়িত্বে থেকে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন এই মেয়র।
তিনি আরও বলেন, নিশ্চয়ই আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জের মেয়র হিসেবে পুনঃনির্বাচিত হবেন আইভী।
ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, যোগ্যতার মানদণ্ডে আইভী এগিয়ে থাকায় তাকে আবার নৌকা দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও মনোনয়ন বোর্ড সদস্য ফারুক খান বলেন, কোনও প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আগে আমরা ওই প্রার্থীর ব্যাপারে তিনটি বিষয় ভালো করে দেখি—গোয়েন্দা সংস্থার পাঠানো রিপোর্ট, রাজনৈতিক দক্ষতা ও নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক। সব বিষয়েই এগিয়ে রয়েছেন মেয়র আইভী। দলের পরিচ্ছন্ন ভাবমূর্তিও বজায় রেখেছেন তিনি।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।