
নিউজ ডেক্স
আরও খবর

কলম্বোতে কারফিউ জারি

টিকে থাকার লড়াইয়ে ছক্কা হাকাতে পারবেন ইমরান খান?

এবার ইয়েমেনে পাল্টা হামলা চালাল সৌদি জোট

সাড়ে ১১ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে মোদি সরকার

ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়েছে জার্মানি

ইউরোপের গ্যাসের চাহিদা সত্যিই কি মেটাতে পারবে যুক্তরাষ্ট্র?

ইউক্রেনে এবার গম-ভুট্টা চাষ হবে কিনা সন্দেহ!
যুক্তরাষ্ট্রে ফোবানা’র নতুন চেয়ারপারসন রেজা সদস্য সচিব মাসুদ

যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। দুই বছর মেয়াদি নতুন এ কমিটিতে রেহান রেজা (ক্যানসাস) চেয়ারপারসন এবং মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর), মারিল্যান্ডস্থ গেলর্ড কনভেনশন সেন্টারের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে ফোবানার ২০২১-এর বাৎসরিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের পরিচালনায় অত্যন্ত সুষ্ঠুভাবে ইলেকট্রনাক্যালি ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয় বলে জানান নির্বাচন কমিশনারবৃন্দ।
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২০২১-২০২২ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ভাইস চেয়ারম্যান মোহাম্মদ দিলু মওলা(জর্জিয়া), যুগ্ম নির্বাহী সচিব-নাহিদুল খান সাহেল (জর্জিয়া) এবং কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী মানিক (জর্জিয়া)।
আউটস্ট্যান্ডিং সদস্যরা হলেন- জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক), জি. আই. রাসেল (ভার্জিনিয়া), নুরুল আমিন (ভার্জিনিয়া), আতিকুর রহমান (ফ্লোরিডা), মোহাম্মদ এম. জহির রহমান জহির (ফ্লোরিডা), ড. জয়নুল আবেদীন (ক্যালিফর্নিয়া), শাহ হালিম (টেক্সাস), বেদারুল ইসলাম বাবলা (নিউ ইয়র্ক), মোহাম্মদ এম. আরেফিন (বাবুল) (জর্জিয়া)।
নির্বাচিত ১৭টি প্রতিনিধি সংগঠন হলো যথাক্রেমে- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব শিকাগোল্যান্ড (ইলিনয়েস), বাংলাদেশ এসোসিয়াটিও অফ নর্থ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ (নিউ জার্সি), ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ইন্ক্, (ভার্জিনিয়া), বাংলাধারা (জর্জিয়া), বাংলাদেশ থিয়েটার (হিউস্টন, টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন (হিউস্টন, টেক্সাস), বাংলা ফাউন্ডেশন (টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা (বাই, ডিসি), বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন (টেক্সাস), মানচিত্র ফাউন্ডেশন (জর্জিয়া), প্রিয়বাংলা (ভার্জিনিয়া), বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অফ জর্জিয়া (জর্জিয়া), বাংলাদেশ আমেরিকান উইমেন এসোসিয়েশন অফ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (ডিসি), শতদল ইন্ক্ (নিউ জার্সি), বাংলাদেশ ইয়ুথ এসোসিয়েশন অফ টেক্সাস (টেক্সাস)।
আগামী ২০২২ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন-বাংলাদেশ এসোসিয়াটিও অফ শিকাগোল্যান্ড (শিকাগো, ইলিনয়েস) এবং আগামী ২০২৩ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন- বাংলাদেশ এসোসিয়েশন অফ নর্থ টেক্সাস (টেক্সাস)।
দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনারবৃন্দরা হলেন-প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম, নির্বাচন কমিশনার রবিউল করিম ও নির্বাচন কমিশনার ড. জিনাত নবী প্রমুখ।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।