যমুনা সেতু এলাকায় ৩৫ কিলোমিটার যানজট

যমুনা সেতু এলাকায় ৩৫ কিলোমিটার যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:১৯ 28 ভিউ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন ঈদ ফেরত যাত্রীরা। সিরাজগঞ্জের কড্ডা থেকে যমুনা সেতু হয়ে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত শনিবার ভোর থেকে এ যানজট সৃষ্টি হয়। যমুনা সেতুর ওপর দুর্ঘটনাসহ ১৮টি যানবাহন বিকলের কারণে এ দীর্ঘ যানজট তৈরি হয়। তবে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে, যদিও গাড়ির চাপ অনেক বেশি। দীর্ঘ যানজট এড়াতে বহু যাত্রী বিকল্প হিসাবে সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী নৌরুটে টাঙ্গাইল হয়ে প্রায় ৮০ কিলোমিটার ঘুরে ঢাকা ফিরেছেন। পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষের লোকজন যানজট নিরসনে কাজ করছেন। অতিরিক্ত ভাড়া চাওয়ায় কড্ডার মোড়ে বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর- ভূঞাপুর (টাঙ্গাইল) : ১৮টি গাড়ি বিকল হলে যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। দুর্ঘটনা কবলিত ও বিকল গাড়িগুলো সরানো হলে ভোর থেকে টোল আদায় শুরু হয় ও ধীরগতিতে গাড়ি চলে। শনিবার ভোর ৬টা থেকে ৭টা পর্যন্ত যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা, গোল চত্বর, সেতু পূর্ব ইব্রাহীমাবাদ ও জোকারচর এলাকা ঘুরে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। তীব্র গরমে দুর্ভোগ পড়েন তারা। মাঝে মধ্যে থেমে থেমে যানবাহন চলাচল করছে। সকাল ৮টার পর থেকে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু করে। গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহণের বাসচালক ওমর ফারুক বলেন, যমুনা সেতুর ওপর ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষের কারণে জোকারচর এলাকায় কমপক্ষে দেড় ঘণ্টা ধরে যানজটের মধ্যে পড়ে রয়েছি। এতে করে বাসে থাকা যাত্রীরা, বিশেষ করে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠরা বেশি ভোগান্তিতে পড়েছেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, দুর্ঘটনার কারণে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে এবং মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন থাকলেও ধীরগতিতে চলাচল করছে। যমুনা সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, পুলিশ কাজ করছে, খুব দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যমুনা সেতুর ওপর কমপক্ষে ১৮টি গাড়ি বিকল হয়। এতে করে দফায় দফায় সেতুর উভয় অংশে টোল আদায় কার্যক্রম বন্ধ রাখা হয়। ইতোমধ্যে রেকার দিয়ে ১১টি সরানো হয়েছে। বাকিগুলো সরানোর দ্রুত কাজ চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে। বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) : শনিবার বিকাল ৫টার দিকে যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড়ে থেমে থেমে যানজট হচ্ছে। তবে ভোর থেকেই যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে যানবাহনের ধীরগতি দেখা গেছে। এদিকে চারগুণ বেশি ভাড়া নেওয়ায় কড্ডার মোড়ে বেলা সাড়ে ৩টায় যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে যাত্রীরা বাসের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাসে থাকা বেশ কয়েকজন আহত হন। পরে বাসচালক ও হেলপার দৌড়ে পালিয়ে যান। কড্ডার মোড় সেবা লাইন বাস কাউন্টারমাস্টার ওমর ফারুক বলেন, সড়কে যানজট থাকায় ঢাকায় পৌঁছাতে কমপক্ষে ৮-১০ ঘণ্টা লাগছে। এজন্য যাত্রীদের কাছ থেকে কিছু ভাড়া বেশি নেওয়া হচ্ছিল। পরে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ‘অভি ক্লাসিক’ পরিবহণসহ তিনটি বাসের সামনে ও জানালার গ্লাস ভাঙচুর করে। এজন্য টিকিট বন্ধ করে কাউন্টার থেকে বাসগুলো সরিয়ে ফেলা হয়েছিল। তবে সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি শান্ত করার পর পুনরায় বাস চালু করা হয়। গার্মেন্টকর্মী ফিরোজ আহমেদ ও হাসমত আলী বলেন, যমুনা সেতু পশ্চিম ও পূর্বপাড়ে তীব্র যানজট থাকায় বিকল্প হিসাবে যমুনা নদীতে ইঞ্জিনচালিত শ্যালো নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে পার হয়েছি। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। একযোগে উত্তরের বিভিন্ন জেলা থেকে ফিরতি যাত্রার কারণে বাড়তি যানবাহনের চাপ, সেতুর টোল আদায়ে ধীরগতি এবং ভোরে সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, আমাদের হাইওয়ে থানা এলাকায় যানজট না থাকলেও যানবাহন চলছে ধীরগতিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিরিজ জয়ের পর যা বললেন লিটন এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার বাড়ি বিক্রি করলেন সালমান খান পশুপ্রেম থেকে পরিশুদ্ধ জীবনে মিমি চক্রবর্তী বিয়ে করছেন সেলেনা গোমেজ সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত! আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাছের চারা পাহাড়ের মাটিতে রাম্বুটান, সম্ভাবনার নতুন দিগন্ত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি ট্রাম্পের উদ্দেশ্য শান্তি না বাণিজ্য ঘরে ঢুকে ২ নারীকে কুপিয়ে হত্যা বাড়ছে জাঙ্ক কোম্পানি, শঙ্কায় ডিএসইর বিনিয়োগকারীরা দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি খাদ্যপণ্যের মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি বৃষ্টিতে শিশুর যত্নে সহজ কিছু পরামর্শ এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত