নিউজ ডেক্স
আরও খবর
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ বন্ধু নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯ টার দিকে সোনাপাহাড় এলাকায় এ দূর্ঘটনার ঘটে। নিহতরা হলেন, মো. আরাফাত (১৮), জামাল উদ্দিন (১৫), আনিস (১৮)। তারা সবাই উপজেলার সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ট্রেনের লাইনে বসে মোবাইলে গিম খেলছিলো নিহত ৩ যুবক। এসময় কাটা পড়ে মুহূর্তে ৩ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. এরশাদ উল্ল্যাহ জানান, নিহত ৩ যুবকের মরদেহ হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। মরদেহ আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, নিহতের লাশ পরিবার বাড়িতে নিয়ে গেছে। পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।